সিলেটশুক্রবার , ৮ জুন ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

যৌনকর্মীদের নিয়ে রাতভর মত্ত মেক্সিকোর ফুটবলাররা

Ruhul Amin
জুন ৮, ২০১৮ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপের মাঠে খেলতে নামার আগেই বড় কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ল মেক্সিকোর ফুটবলাররা। যৌন কেলেঙ্কারির মতো অভিযোগ উঠেছে জেভিয়ের হার্নান্ডেজদের মেক্সিকোর বিরুদ্ধে।

বিশ্বকাপে রাশিয়া উড়ে যাওয়ার আগে মেক্সিকোর ফুটবলারদের বিদায়ী পার্টিতে ৩০ জন যৌনকর্মীকে নিয়ে রাতভর মত্ত থাকলেন ফুটবলাররা। এমন ছবি প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়ে যায় বিশ্বফুটবল অঙ্গনে। জন্ম দেয় বিতর্কের।

মেক্সিকোর সংবাদমাধ্যম টিভি নোটাস গসিপ ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর বিশ্বকাপের স্কোয়াডের নয় ফুটবলার আজটেক স্টেডিয়ামে স্কটল্যান্ডকে প্রস্তুতি ম্যাচে হারানোর পর মেক্সিকো সিটির এক ব্যক্তিগত রিসর্টে যৌনকর্মীদের নিয়ে রাত কাটিয়েছেন। সেই ম্যাগাজিনের প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘ত্রি (মেক্সিকোর জাতীয় দল)-দের সত্যিকারের ফেয়ারওয়েল পার্টি!’

যদিও মেক্সিকো ফুটবল সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, জড়িত ফুটবলারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। কারণ নিজেদের ব্যক্তিগত সময়ে তারা ফুর্তি করেছিলেন। জড়িত ৯ ফুটবলারদের মধ্যেই ছিলেন- তারকা গোলকিপার গিলের্মো ওচোয়া এবং রাউল জিমেনেজ। লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির তারকা ভ্রাতৃদ্বয় জোনাথন ও জিওভানি ডস স্যান্টোস, বুন্দেশলিগার ফ্র্যাঙ্কফুটে খেলা কার্লোস সালসেদো ও মার্কো ফাবিয়ান সেই যৌন-পার্টিতে ছিলেন।

বর্তমানে মেক্সিকো দল রয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে। শনিবারে ডেনমার্কের বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচ খেলে তারা উড়ে যাবে রাশিয়ায়। এর আগেও মেক্সিক্যান ফুটবলারদের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। ২০১০-এর সেপ্টেম্বরে মন্টেরিতে ফুটবলাররা এক নারীকে ডেকে সারা রাত পার্টি করেছিলেন। সেই সময়ে অবশ্য প্রত্যেক ফুটবলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিল ফেডারেশন। তারকা ডিফেন্ডার এফ্রিন জুয়ারেজ ও ফরোয়ার্ড কার্লোস ভেলাকে ছয় মাস নির্বাসনে পাঠানো হয়েছিল।

২০১১-তে কোপা আমেরিকায় আর্জেন্টিনায় উড়ে যাওয়ার আগে ছয় যৌনকর্মীকে ভাড়া করে এনে কুইটোয় পার্টি করেছিলেন ফুটবলাররা। সেইসময়ে জরিমানা করার পাশাপাশি ছয় মাস বরখাস্ত করা হয়েছিল। সেই ভুলেরই পুনরাবৃত্তি আবার। যদিও এবার জরিমানার কোনো খবর এখনও নেই।