
সিলেট রিপোর্ট: ছিনতাই ও মাদকসহ সব ধরণের অপরাধের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন সিলেট মহানগর পুলিশের নতুন কমিশনার গোলাম কিবরিয়া।
রবিবার সকাল সাড়ে ১১টায় সিলেট কোতোয়ালী থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা করেন।
থানার সহকারি কমিশনার নূরুল হুদা আশরাফির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন- পুলিশের একার পক্ষে সকল অপরাধ নির্মূল সম্ভব নয়। এজন্য প্রয়োজন সাধারণ মানুষের সহযোগিতা। পুলিশ-জনতা মিলেই সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা তাদের বক্তব্যে সিলেট নগরীর ফুটপাত থেকে হকার উচ্ছেদ, চুরি-ছিনতাইরোধ, শিলং তীর খেলা নামের জুয়া বন্ধে নবাগত পুলিশ কমিশনারকে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানান।