সিলেটবুধবার , ৮ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট মহানগর ছাত্র জমিয়তের পুর্নাঙ্গ কাউন্সিল ১৭মার্চ

Ruhul Amin
মার্চ ৮, ২০১৭ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার ওয়ার্ড প্রতিনিধিদের নিয়ে এক সভা ( ৭মার্চ ) মঙ্গলবার বিকাল ৫টায় শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্র জমিয়তের আহবায়ক মাওলানা আবুবকর সিদ্দিক সরকার এর সভাপতিত্বে ও সদস্য সচিব এম বেলাল আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিভিন্ন ওয়ার্ড দায়ীত্ত্বশীলবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৭/০৩/১৭ইং শুক্রবার ছাত্র জমিয়ত সিলেট মহানগর শাখার কাউন্সিল করার সিন্ধান্ত গৃহীত হয়। ১৭তারিখের মধ্যে  নগরীর ২৭টি ওয়ার্ড শাখা পুনর্গঠন ও সাংগঠনিক সফর করার প্রস্তাব গৃহিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ছাত্র নেতা রেজাউল হক্ব এল এলবি, সরকারী আলীয়া মাদ্রাসা শাখার সভাপতি নাজমুল ইসলাম, সদস্য ফেরদাউস রুম্মান,কবি আসাদ চৌধুরী,৩নং ওয়ার্ড সভাপতি ক্বারী শহীদ আহমদ, ১৭নংওয়ার্ড সভাপতি আব্দুস সালাম, ১১নংওয়ার্ড সভাপতি সাখাওয়াত শিকদার, সাধারণ সম্পাদক আতিক হতিমী, , ১৬নং ওয়ার্ড সভাপতি আবু হানিফ, ১৫নং ওয়ার্ড সভাপতি জাহিদ আহমদ, শেখ আলবাব হোসাইন, সৈয়দ মুশাররফ করিম, আরিফ রব্বানি, নাবিল হোসাইন, ফরিদ খাঁন, আইয়ুব খাঁন, আজহার মাহমুদ চৌধুরী, আব্দুল হাই, আব্দুল্লাহ, আব্দুল্লাহ নোমান, লিলু মিয়া, সাব্বির আহমদ প্রমুখ ।
ছাত্র নেতা এম বেলাল আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃেতে এতথ্য জানানো হয়। কাউন্সিলে সিলেট মহানগর জমিয়তের সভাপতি,সেক্রেটারী, ছাত্রজমিয়তের কেন্দ্রীয় সেক্রেটারী হাফেজ ওমর ফারুকসহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানাগেছে।
প্রসঙ্গত, ৩ মার্চ শুক্রবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা মনছুরুল হাসান রায়পুরী সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ছাত্র জমিয়তের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে মাওলানা আবু বকর সরকারকে আহবায়ক ও এম. বেলাল আহমদ চৌধুরীকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার আহবায়ক কমিটি অনুমোদন করা হয়। এই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে কাউন্সিল সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।