শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন

গাজা থেকে রকেট হামলার দাবি ইসরায়েলের

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা থেকে ইসরায়েলের নাহাল ওজ এলাকায় রকেট হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। সোমবার এই হামলার ঘটনা ঘটে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি

ইসরায়েলি সেনারা জানায়, গাজা নগরী থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আটকানোর চেষ্টা করা হয়েছে। বিষয়টি যাচাই করা হচ্ছে। হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি।

এরই মধ্যে গাজায় হামাসকে উৎখাতের লক্ষ্যে ইসরায়েল বিমান ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ট্যাংক, বিমান ও ড্রোন থেকে একের পর এক হামলায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে দক্ষিণ দিকে পালিয়ে যাচ্ছেন। তবে আর্থিক সংকট ও নিরাপদ আশ্রয়ের অভাবে বিপাকে পড়েছেন হাজারো মানুষ।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, আগস্টের শেষ নাগাদ প্রায় ১০ লাখ মানুষ গাজায় অবস্থান করছিলেন। এর মধ্যে ইতোমধ্যে সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ অঞ্চলটি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে নির্মূল করাই তাদের মূল লক্ষ্য। পাশাপাশি অপহৃতদের মুক্ত করা এবং গাজা যেন ভবিষ্যতে আর কোনোভাবে হুমকি হয়ে না দাঁড়ায়, সেটি নিশ্চিত করা হবে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের উত্তরাঞ্চলে সশস্ত্র হামলা চালায়। এতে ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হন এবং প্রায় আড়াই শতাধিককে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে এখনও কয়েক ডজন জিম্মি গাজায় রয়েছে বলে দাবি করছে ইসরায়েলি সেনারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলমান যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের বড় অংশই নারী ও শিশু।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews