শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

জার্মানিতে গাজার যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে জার্মানির রাজধানী বার্লিনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। “টুগেদার ফর গাজা” নামে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার মানুষ। হাতে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন শ্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে তারা শহরের টাউন হল থেকে মিছিল শুরু করে ভিক্টোরি কলাম স্মৃতিস্তম্ভে গিয়ে সমাবেশে মিলিত হন।

আয়োজকরা জানান, বিক্ষোভে প্রায় এক লাখ মানুষ উপস্থিত ছিলেন। তবে পুলিশ অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৬০ হাজার বলে জানায়। শৃঙ্খলা রক্ষায় সেখানে প্রায় দুই হাজার পুলিশ মোতায়েন ছিল।

সমাবেশ থেকে জার্মান সরকারের কাছে ইসরাইলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নকে ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানানো হয়।

শুধু জার্মানি নয়, ইতালিতেও ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে একাধিক শহরে বিক্ষোভ হয়েছে। রোম, মিলান, নেপলস থেকে শুরু করে ফ্লোরেন্স, পিসা ও বারি পর্যন্ত ছড়িয়ে পড়ে এসব আন্দোলন। তুরিনে এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে কয়েকজন আহত হন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews