সিলেটশুক্রবার , ১২ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পাক জমিয়তের সেক্রেটারির গাড়ি বহরে সন্ত্রাসী হামলা

Ruhul Amin
মে ১২, ২০১৭ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  পাকিস্তানের সিনেটের ডেপুটি চেয়ারম্যান ও জমিয়তে উলামায়ে ইসলামের সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল গফুর হাইদরীর গাড়ি বহরে সন্ত্রাসী হামলার খবর পাওয়াগেছে। আজ শুক্রবার (১২ মে) বেলুসিস্তানে এ ঘটনা ঘটে। জানাগেছে, শক্তিশালী বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মাওলানা হায়দারিও আছেন। তবে খুবই সামান্য আঘাত পেয়েছেন তিনি।অল্পের জন্যে প্রাণে রক্ষা পেলেও তার পার্সোনাল সেক্রেটারি ইফতেখার মোগল শাহাদত বরণ করেছেন। বেলুচিস্তান প্রদেশের মাসতুং জেলায় পাক সিনেটের ডেপুটি চেয়ারম্যানের গাড়ি লক্ষ্য এ ন্যাক্কারজনক হামলা চালানো হয়। জুম্মার নামাজ শেষে একটি মসজিদ অতিক্রম করার সময়ে জমিয়ত নেতার গাড়ি বহরকে লক্ষ্য এ হামলা চালানো হয়।বেলুচিস্তানের রাজধানী কোয়েটার ৫০ কিলোমিটার দূরে অবস্থিত মাসতুংয়ের সরকারি হাসপাতালের এক চিকিৎসক বলেছেন, তারা ২০ লাশ গ্রহণ করেছেন।এদিকে মাসতুং’য়ের পুলিশ সূত্র থেকে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। সন্দেহভাজন এক আত্মঘাতী হামলাকারী মাওলানা হায়দারির গাড়ি বহরে হামলা করেছিল।মাওলানা হায়দারি একটি বেসরকারি টিভি চ্যানেলকে বলেছেন, আঘাত পেলেও নিরাপদে আছি।

এদিকে , পাক জমিয়তের সেক্রেটারীর গাড়ীর বহরে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জমিয়তে উলামাযে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে জমিয়তের কেন্দ্রীয় সভাপতি আল্লামা শায়খ আব্দুল মোমিন,নিবার্হীসভাপতি মুফতি ওয়াক্কাস, মহাসচিব আল্লামা নুর হোসাইন কাসেমী, মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী,সহসভাপতি হাফিজ শিব্বির আহমদ রাজি, মাওলানা এনামুল হক, সেক্রেটারী মাওলানা সালেহ আহমদ শাহবাগী প্রমুখ।