সিলেটমঙ্গলবার , ২০ জুন ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পাঠানটুলা হ্যাপী ক্লাবের ইফতার ও ক্বেরাআত মাহফিল অনুষ্ঠিত

Ruhul Amin
জুন ২০, ২০১৭ ২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: আন্তর্জাতিক সেবামূলক সংগঠন “ওয়ান নেশন” এর স্পন্সরে সিলেট নগরীর পাঠানটুলা হ্যাপী ক্লাবের উদ্যোগে সোমবার (১৯ জুন) ২৩ রমজান ইফতার ও ক্বেরাআত মাহফিল পাঠানটুলায় ক্লাবের সভাপতি শাহ মাহমুদুল হুসাইন রাহাতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ আদনান এবং ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ বুরহান আহমদের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে ক্বেরাআত পরিবেশন করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিশ্বজয়ী হাফিজ আব্দুল্লাহ আল মাহফুজ ও জাতীয় পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত ক্বারী আশিক মুসতাবী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পাঠানটুলা স্কুলের ধর্ম বিভাগীয় প্রধান শিক্ষক মাওলানা সৈয়দ জাকারিয়া সাহেব (মুল্লা স্যার), পাঠানটুলা মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুসাইন আহমদ, লাভলী রোড মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব রানা শেখ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম, জাবালে নূর মাদ্রাসার মুহতামিম মাওলানা নাজিম উদ্দিন, হাফিজ মাওলানা মানসূর বিন সালেহ, হাফিজ মাওলানা আব্দুল করীম হেলালী, পাঠানটুলা ক্বেরাআত প্রশিক্ষণের প্রধান ক্বারী মাওলানা ইফতেখার আহমদ, মাওলানা মাজেদ উদ্দিন, হাফিজ মাওলানা জুনায়েদ শফী, মাও.নুরুল ইসলাম ও সিলেটের বিশিষ্ট হার্ডওয়্যার ব্যবসায়ী মোঃ সরোয়ার, হ্যাপী ক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহ ইমদাদ, অর্থ সম্পাদক স্বপন, ইমরান, তানভির, আতিক, তৌকীর, সিদ্দিক, রাব্বি, শাকিব, নাহিদ, জাহিদ,আশরাফুল সহ পাঠানটুলার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা বলেন, সিয়াম সাধনার পবিত্র এই মাস হল সমস্থ পাপাচার পরিশুদ্ধ করার অন্যতম মাস। তাই আমাদেরকে এই পূণ্যময় মাসেই সম্পুর্ণ গুনাহ মুক্ত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সর্বোচ্চ চেস্টা চালিয়ে যেতে হবে। তারা আরও বলেন হ্যাপী ক্লাবের যুব সমাজ কর্তৃক আয়োজিত এইরকম মহৎ উদ্যোগ সত্যি খুবই প্রশংসনীয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়।