সিলেটশনিবার , ২২ জুলাই ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হাওরে ১২০০ পরিবারকে ত্রাণ দিচ্ছে রেড ক্রিসেন্ট

Ruhul Amin
জুলাই ২২, ২০১৭ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
কিশোরগঞ্জের বন্যা কবলিত এলাকায় রেড ক্রিসেন্ট সোসাইটি ১২শ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করছে।

শনিবার সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী হেলাল।

আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চলে অধিক ক্ষতিগ্রস্ত ইটনার ৩২৭টি পরিবার, মিঠামইনের ৩৩০টি পরিবার, অষ্টগ্রামের ৩০৫টি পরিবার, করিমগঞ্জ-তাড়াইলের ১২৭টি পরিবার, নিকলীর ১১১টি পরিবারসহ মোট ১২শ পরিবারকে চার হাজার টাকা করে দেয়া হবে।

চীন রেডক্রস সোসাইটির আর্থিক সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কিশোরগঞ্জ ইউনিট এ টাকা দিচ্ছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলাগুলোতে এসব ত্রাণ বিতরণ করা হবে।

সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।