সিলেটমঙ্গলবার , ২৫ জুলাই ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জনতা ব্যাংক ভবনের আগুন নিয়ন্ত্রণে

Ruhul Amin
জুলাই ২৫, ২০১৭ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট ডেস্ক :
রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের প্রায় এক ঘণ্টা পর সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অংশ নেয় ফায়ার সার্ভিসের আট ইউনিট। আগুন লাগার ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এর আগে বৈদ্যুতিক গোলোযোগের কারণে মঙ্গলবার সকাল আটটা ৪০ মিনিটে ব্যাংক ভবনের ১০ তলায় অবস্থিত সার্ভার রুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধনকে। কমিটির অন্য দুই সদস্য হলেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হালিম ও রমনা জোনের সিনিয়র স্টেশন অফিসার সানারুল ইসলামকে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান আগুন নিয়ন্ত্রণে আসার সত্যতা নিশ্চিত করলেও আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা জানাতে পারেননি।