সিলেটবুধবার , ২৬ জুলাই ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে এক প্যানেল চেয়ারম্যানের জামিনে মুক্তি

Ruhul Amin
জুলাই ২৬, ২০১৭ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

সুহেল হাসান. জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মাহমুদ জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। জেল হাজত থেকে মুক্তি পাওয়ার পর স্থানীয় জনতা তাঁকে কারাফটকে ফুলের মালা দিয়ে স্বাগত জানায়। এদিকে তার জামিনে মুক্তি পাওয়ার খবর পেয়ে তার নিজ এলাকায় আনন্দ মিছিল করে তার সমর্থক ও স্থানীয় জনতা । গতকাল সোমবার জগন্নাথপুরের পৌরশহর থেকে গ্রেফতার হন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামীলগের সাংগঠনিক সম্পাদক প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য বাবুল মাহমুদ।

উল্লেখ্য, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য বেতাউকা গ্রামের মৃত সিদ্দেক মিয়ার ছেলে জুয়েল মিয়ার সঙ্গে একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য চিলাউড়া গোলাপাড়াপুঞ্জি গ্রামের বাসিন্দা কাছন মাহমুদের ছেলে বাবুল মাহমুদের সঙ্গে গত ঈদ উল ফিতরে (২৯ জুন) ভিজিএফয়ের চাল বিতরণকালে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপি সদস্য জুয়েল মিয়া ভিজিএফয়ের চাল বিতরণে বাধাঁ প্রদান ও লুটপাটের অভিযোগে বাবুল মাহমুদ ও ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শাকিরুন নেচ্ছাসহ ৬ জন আসামী করে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে পুলিশ গতকাল সোমবার ২৪জুলাই দুপুর ১টার দিকে জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই মাদ্রাসা পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে থাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করে জগন্নাথপুর থানা পুলিশ।