সিলেটশুক্রবার , ২৮ জুলাই ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে

Ruhul Amin
জুলাই ২৮, ২০১৭ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় ডেস্ক :
দেশের বাজারে ভরিতে এক হাজার ৩৪২ টাকা পর্যন্ত বাড়ল স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রায় তিন মাস পর সোনার দাম বাড়ানো হয়েছে।
শুক্রবার থেকে নতুন এ দর কার্যকর হবে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৭ হাজার ১২২ টাকা দরে। গত ৮ মে থেকে এ মানের স্বর্ণ ভরিপ্রতি ৪৫ হাজার ৮৯৮ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম ১ হাজার ২২৪ টাকা বেড়েছে।
২২ ক্যারেটের পাশাপাশি দাম বেড়েছে ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণেরও। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ৪৩ হাজার ৮৫৬ টাকা থেকে বেড়ে বিক্রি হবে ৪৫ হাজার ১৯৮ টাকায়। এ ছাড়া ১৮ ক্যারেট স্বর্ণ ৯৯২ টাকা বেড়ে ভরিপ্রতি বিক্রি হবে ৩৯ হাজার ৬৫৮ টাকা দরে। বৃহস্পতিবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম ৩৮ হাজার ৬৬৬ টাকা।
অন্যদিকে, সনাতন স্বর্ণ ভরিপ্রতি ২৪ হাজার ৮৪৪ টাকা থেকে ৮১৭ টাকা বেড়ে বিক্রি হবে ২৫ হাজার ৬৬১ টাকায়।
এদিকে সব ধরনের স্বর্ণের দর বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দর। বর্তমানে দেশে ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে এক হাজার ৫০ টাকায়।