সিলেটশনিবার , ৫ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম সমিতি সিলেটের স্থায়ী কার্যালয় উদ্বোধন

Ruhul Amin
আগস্ট ৫, ২০১৭ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

 সিলেট রিপোর্ট: সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ আর.বি কমপ্লেক্সের ৪র্থ তলায় চট্টগ্রাম সমিতি সিলেট এর স্থায়ী কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম সমিতি সিলেটের সভাপতি প্রকৌশলী জসিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জোনের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-৯ এর কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমদ, জালালাবাদ গ্যাস সিলেটের ডিজিএম জিয়াউল হক, ডায়াবেটিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ললিত মোহন নাথ, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. জহুরুল আলম, হাইব্রিট সিটি’র ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মোঃ কবির আহমদ, মধুবন মিষ্টি বিপণীর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম, ফুলকলির ব্যবস্থাপনা পরিচালক খন্দকার জসিম উদ্দিন।

সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ খুরশেদ বিন ইছহাক এর পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা শামসুল আলম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভেকেট বি.এন ঘোষ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ রফিকুল আলম, মোঃ মনসুর আলম, প্রকৌশলী মমতাজ উদ্দিন, প্রকাশ চৌধুরী, নাজিম উদ্দিন, হাফিজ সালাহ উদ্দিন কামাল, সাইফ উদ্দিন, নিজাম উদ্দিন, হামিদুর রহমান খান, বনশ্রী দাশ, ইমরান আহমদ, দিদারুল আলম, বাবুল দাশ, নিশুতোষ বড়–য়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ বলেন, চট্টগ্রাম সমিতি সিলেট যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা সিলেটে অবস্থানরত চট্টগ্রামবাসীর জন্য এক মাইল ফলক হয়ে থাকবে। তিনি সমিতির কার্যক্রম প্রসারে তার সার্বিক সহযোগিতার আশ^াস দেন। তিনি সবাইকে সমিতির আওতায় এসে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। শুরুতে সমিতির পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।