সিলেটশনিবার , ৫ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জামিয়া দারুল কুরআনে “সাহিত্য-সাংবাদিকতা ” ক্লাস উদ্বোধন

Ruhul Amin
আগস্ট ৫, ২০১৭ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট, জামিয়া ক্যাম্পাস প্রতিনিধি:   সিলেট শহরতলীর মেজরটিলা-জাহানপুরে  অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষাকেন্দ্র  জামিয়া দারুল কুরআনে ”সাহিত্য-সাংবাদিকতা বিষয়ক কোর্স চালু করা হয়েছে। আজ শনিবার (৫ আগষ্ট)  বাদ জোহর কোর্স উদ্বোধন করেন জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও মাসিক তৌহিদী পরিক্রমার সম্পাদক এডভোকেট মাওলানা শহিীনুর পাশা চৌধুরী। উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক,গবেষক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। আলোচনা পেশকরেন,সিলেট রিপোর্ট সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী।মাওলানা আলী নুরের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়ার সহকারী শায়খুল হাদীস মাওঃহাবীবে রব্বানী চৌধুরী,মাওঃআসআদ আহমদ,হোসাইন মাহবুব প্রমুখ।আলোচকগন সাহিত্য-সাংবাদিকতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন। এতে জামিয়ার শতাদিক শিক্ষার্থী অংশ নেন। প্রতি মাসে এই কোর্স অব্যাহত থাকবে বলে জানান জামিয়া কর্তৃপক্ষ।
উল্লেখযে, গতকাল ৪ আগষ্ট অনলাইন নিউজ পোর্টাল সিলেট রিপোর্ট এর ৭ ম বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রতিটি কওমী মাদরাসায় সাহিত্য-সাংবাদিকতা কোর্স চালুর দাবী জানানো হয়।এই দাবীর প্রেক্ষিতেই অনুষ্ঠানের অতিথি সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেন, আমি আজকের অনুষ্ঠনে দেখে অত্যন্ত আনন্দিত। সিলেট রিপোর্ট এ অনেক মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীর সাংবাদিকতায় যুক্ত হওয়ায় তিনি বলেন-মিডিয়ার ময়দানে আমাদের আরো যোগ্যলোক তৈরী করতে হবে। তাই আগামী কাল থেকে জামিয়া দারুল কুরআনে সাহিত্য-সাংবাদিকতা বিভাগ চালু করার সিদ্ধান্ত ঘোষণা করছি।’ এরই প্রেক্ষিতে আজ জামিয়ায় এই কোর্স অনুষ্ঠানিক ভাবে চালু হলো।