সিলেটবৃহস্পতিবার , ১০ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কানাইঘাটে ‘জমিয়তে উলামা’র জাতীয় কাউন্সিল সম্পন্ন

Ruhul Amin
আগস্ট ১০, ২০১৭ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  অরাজনৈতিক সংগঠন’ জমিয়তে উলামা বাংলাদেশ’র কেন্দ্রীয় কাইন্সল আজ ১০ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেটের কানাইঘাট ইউনিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শায়খুল হাদিস আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী।

‘ জমিয়তে উলামার’ প্রধান উপদেষ্টা আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরীর সভাপতিত্বে এবং দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. ক্বারী হারুনুর রশীদ চতুলীর পরিচালনায় জাতীয় সম্মেলনে বক্তব্য রাখেন, শায়খুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ী, আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী, মাও. হিলাল আহমদ, মাও. লোকমান আহমদ, মাও. রশিদ আহমদ, দলের মহাসচিব আল্লামা নজরুল ইসলাম তোয়াকুলী, মাও. মুখলিছুর রহমান রাজাগঞ্জী, মাও. গোলাম ওয়াহিদ, মাও. আবু বকর, মাও. ফয়ুজল হক, মাও. আব্দুল জব্বার, মাও. আজমত উল্লাহ, মাও. কাওছার আহমদ, মাও. আবুল হোসাইন চতুলী, এড. মোহাম্মদ আলী, মাও. রুহুল আমিন, মাও. বদরুল আলম, মাও. লুৎফুর রহমান, মাও. হা. হারুনুর রশীদ, হা. নজীর আহমদ, মাও.বদরুল ইসলাম আল ফারুক, মাও. মামুনুর রশিদ, মাও. বিলাল গাজী, মাও. হারিছ উদ্দিন, মাও. ইয়াহইয়া শহীদ, মাও. ক্বারীমাসুক আহমদ, ছাত্রনেতা তোফায়েল গাজালি, মাও. এমাদ উদ্দিন লাহীন, মাও. সাদ উল্লাহ, ছাত্রনেতা আসাদ আহমদ,নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া, জুনায়েদ আহমদ, ইয়াহইয়া, নজরুল ইসলাম, হা. সুয়াইব আহমদ, মাও. হা. সিদ্দিকবিন মুহাম্মদ, মাও. এহসানে এলাহী প্রমুখ।
 সম্মেলনে ত্রি-বার্ষিক প্রতিবেদন পেশ করেন, দলের মহাসচিব মাও.নজরুল ইসলাম তোয়াকুলী। সম্মেলন শেষে উপস্থিত কাউন্সিলারগণের মতামতের ভিত্তিতে মাও. আলিমুদ্দীন দুর্লভপুরী কে দলের কেন্দ্রীয় আমীর, মাও. নজরুল ইসলাম তোয়াকুলী কে মহাসচিব, মাও. ক্বারী হারুনুর রশীদ চতুলী কে সাংগঠনিকসম্পাদক মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ট জমিয়তে উলামার আগামী তিন বছরের জন্য কেন্দ্রীয় কমিটি ঘোষনা করেন দলের প্রধান উপদেষ্টা শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরী।