সিলেটসোমবার , ১৪ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

স্কটল্যান্ডের নারী পুলিশে হিজাবের অনুমোদন

Ruhul Amin
আগস্ট ১৪, ২০১৭ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: স্কটল্যান্ডে পুলিশ বাহিনীতে নারী সংখ্যা বাড়তে থাকায় মুসলিম নারীদের হিজাব অনুমোদন দেয়া হয়েছে। পুলিশ বাহিনীর তরফ থেকে বলা হয়েছে, তারা আশা করছেন, নতুন এই ঘোষণার ফলে মুসলিম নারীরা এই পেশায় কাজ করার আগ্রহ বোধ করবেন।
এর আগে পুলিশ বাহিনীতে মুসলিম নারীদের কাজ করার বিষয়ে খুব একটা আগ্রহ দেখা যায়নি।

অতীতে স্কটল্যান্ডের নারী পুলিশরা হিজাব পরার অনুমতি পেতেন । তবে এই সুবিধা ছিলো কেবল উর্ধ্বতন কর্মকর্তাদের।

এক বিবৃতিতে চিফ কনস্টেবল ফিল গোরমলেই বলেছেন, ‘আমি এ ধরনের ঘোষণা দিতে পেরে খুবই আনন্দিত। এ ধরনের পেশায় মুসলমান এবং বৃহত্তর সম্প্রদায়কে স্বাগত জানাই।’

স্কটিশ পুলিশ মুসলিম এসোসিয়েশন (এসপিএমএ) এ ধরনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। এসপিএমএর প্রধান ফাহাদ বশির বলেছেন, ‘এ ধরনের পদক্ষেপ খুবই ইতিবাচক। এ ধরনের সিদ্ধান্তে মুসলিম নারীরাও এখন পুলিশে যোগদানের ব্যাপারে আগ্রহী হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’