সিলেটসোমবার , ১৪ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বন্যার্ত মানুষের জন্য একজন প্রবাসী মারুফ রানার আকুতি

Ruhul Amin
আগস্ট ১৪, ২০১৭ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: টগবগে যুবক, জীবন-জীবিকার তাগিদে প্রবাসে গেছেন মো: মারুফ রানা। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় চলমান বন্যাপরিস্থিতির দৃশ্য দেখে তিনি উদ্বিগ্ন। হাওর জনপদ সুনামগঞ্জের জগন্নাথপুরের পাটলী গ্রামের এই যুবক ব্যথিত হৃদয়ে অসহায় জনতার পাশে বিত্তবানদের দাড়াতে আহবান জানিয়েছেন। তিনি সিলেট রিপোর্ট-এ এব্যাপারে একটি আবেগময় বার্তা পাঠিয়েছেন। তার অংশ বিশেষ নিন্মরুপ: প্রাণের বাংলাদের হতদরিদ্রের জন্য বুক টা হু হু করে কেঁদে উঠে আজ এত দিন ধরে দেশে অনারবত বৃষ্টি হচ্ছে ।এই হত দরিদ্র মানুষ গুলা কোথায় যাবে। কয়েক দিন আগে বৈশাকে বন্যায় সব গুলা ফসল নিয়ে গেছে সেই ফসন পানিতে পচন ধরে মারাত্মক বিষাক্ত  হয়েছে যার ফলে মাছ গুলা অকালে মরে ভেসে উঠেছে।
আজ আবার সেই বৃষ্টি চলতেছে লাগাতার মানুষ গুলার কাম কাজ করতে পারে না।
কাজ না করলে একটা ফ্যামেলী চলানো মহামুশকিল। অামার অাপনারতো বিদেশে অাত্মীয় স্বজন অাছে কোনো চিন্তা নেই কিন্তু আমার সোনার বাংলার অসহায় গরিব লোক গুলা কার কাছে যাবে ? কে তাদের তে খাওয়ার জন্য পয়সা দিবে ?  হাওর উন্নয়ন এর কত বড় বাজেট ছিল তা ত নেতাদের পকেটে এ কেমন দেশ। এর জন্য কি সাত লক্ষ মা বোন ইজ্জত এর বিনিময়ে স্বাধীনতা এনেছিলেন? আল্লাহ তুমি আমাদের রক্ষা করো ।
পরিচিতি: কাতারে অবস্থানরত মো: মারুফ রানা, সিলেট রিপোর্ট এর বিশেষ প্রতিনিধি।