সিলেটশুক্রবার , ৮ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মায়ানমারে গণহত্যা বন্ধের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Ruhul Amin
সেপ্টেম্বর ৮, ২০১৭ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা বন্ধের দাবিতে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এড. সামসুজ্জামান জামানের আহ্বানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

শুক্রবার জুম্মার নামাজের পর সিলেট নগরীর মিরাবাজার এলাকায় এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বদরুল আজাদ রানার সভাপতিত্বে ও সিলেট ল’ কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইয়ামিন চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল খালিক মিল্টন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য একরাম হোসেন, ইনতেজার আলী, ফয়ছল আহমদ চৌধুরী। 

আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ফখরুল ইসলাম, এসএম আক্তার, মুশফিকুর রহমান মনি, রুবেল আহমদ, সুজন আহমদ খান, ওমর ফারুক, আবুল হোসেন, রানা শাহ, সজিবুর রহমান সজিব, মাসুম আহমদ শাফিন, লিমন আহমদ, শ্যামল মিয়া, সুমন আহমদ, আহাদ আহমদ, সুলেমান আহমদ চৌধুরী, শাহজাহান চৌধুরী মাহি, সেলিম আহমদ সাগর, শিহাব খান, মিয়া মোহাম্মদ উজ্জল, মনির হোসেন, তানভীর আহমদ খান, রিয়াদ আহমদ, সাইদুর রহমান আয়া, হাসান রেজা, খুর্শেদ আলম, জাহাঙ্গির আহমদ, মো. ওমর আহমদ, ফারহান রশিদ নাবিল, নাইম আহমদ, সিদ্দিকুর রহমান, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, শাওন আহমদ, পাপ্পু হোসেন, তানিম আহমদ, রুবেল হোসেন, সাফওয়ান আহমদ, হোসেন আহমদ জীবন, হাসান আহমদ, আলী নুর, ইকবাল আহমদ, সোহাগ রেজা, শহিদ আহমদ, মিনহাজ উদ্দিন, হাসান আহমদ প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, মায়ানমারে জাতিগতভাবে মুসলমানদের নির্মূল করার চক্রান্ত চলছে। এরই ধারাবাহিকতা রোহিঙ্গা মুসলমান সম্প্রদায়ের মানুষদের নির্বিচারে হত্যা করছে। এমনকি সেখানে মানব সভ্যতাও চরমভাবে ভুলুণ্ঠিত হয়েছে। ভয়াবহ নৃশংসতা ও বর্ববরতা কেউ মেনে নিতে পারছেন না। তাই অবিলম্বে রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর চালানো গণগত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করুন। এই বর্বর হত্যা-নির্যাতন বন্ধে বিশ্ব সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা পালনের আহবান জানানো হয়। একইসঙ্গে মিয়ানমারে সংগঠিত মানবতাবিরোধী কর্মকান্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।