সিলেটশনিবার , ৯ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভাষাসৈনিক মুহম্মদ নূরুল হক’র স্মরণসভা ও ঈদ পুনর্মিলনী

Ruhul Amin
সেপ্টেম্বর ৯, ২০১৭ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

 সিলেট রিপোর্ট:  ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেছেন, সিলেটের বুদ্ধিবৃত্তির স্ফুরণের পেছনে ভাষাসৈনিক মুহম্মদ নূরুল হক’র অবদান সবচেয়ে বেশি। চিন্তা-চেতনা এবং বিশ^াসকে কর্মের মাধ্যমে ফুটিয়ে তুলে নিজেকে একজন সত্যিকার ঔজ্জল্যে ভরপুর মনীষায় পরিণত করেছেন। নৈতিক মূল্যবোধের সমন্বয়ে গঠিত জীবনকে সাহিত্য-সংস্কৃতির জন্য উৎসর্গ করে জাতির জন্য দ্বীপশিখা হয়ে আছেন।

গ্রন্থাগার আন্দোলনের পথিকৃৎ ভাষাসৈনিক মুহম্মদ নূরুল হক’র স্মরণসভা ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে অনুশীলন সাহিত্য পরিষদ, সিলেট বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শুক্রবার দরগাহ গেইটস্থ সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুশীলন সাহিত্য পরিষদ, সিলেট বিভাগের সভাপতি কবি মোহাম্মদ আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুশীলন সাহিত্য পরিষদ, সিলেট বিভাগের সাধারণ সম্পাদক কবি সিদ্দিক আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন গবেষক-কবি মুসা আল হাফিজ, মূল প্রবন্ধ পাঠ করেন দৈনিক জালালাবাদের ভারপ্রাপ্ত সম্পাদক আজিজুল হক মানিক, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন অনুশীলন সাহিত্য পরিষদ, সিলেট বিভাগের উপদেষ্টা অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মো. সাজ্জাদুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কোষাধ্যক্ষ এডভোকেট ছড়াকার আব্দুস সাদেক লিপন, পানসী গ্রুপের চেয়ারম্যান কবি আবু বকর সিতু, অনুশীলন সাহিত্য পরিষদ, সিলেট বিভাগের সহ সভাপতি রোটারিয়ান কবি রেবেকা জাহান রুজী। 

অনুশীলন সাহিত্য পরিষদ, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক কবি মাহফুজ জোহার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি কামাল আহমদ, কবি জহীর মুহম্মদ, কবি লিপি খান, কবি পপি রশীদ, রোটারিয়ান ফারহানা বেগম হেনা, কবি পাপিয়া মেঘলা, মোহাম্মদ হাবিবুল্লাহ, কবি আলী মুহাম্মদ ইউসুফ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি মো. আব্দুল বাছিত, সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী শাহ নবাব, কবি শাহানারা বেগম ইমা, কবি নাহিদা পাঠান তুহিন, শেখ নওরীন জাহান। 

স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি মাজহারুল ইসলাম মেনন, কবি তারেক মনোয়ার, মুহাম্মদ খালেদ সৌরভ। অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে স্বরচিত কবিতায় এবং সংগীতে ছয়জন প্রাইজবন্ড জিতেন। প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে প্রাইজবন্ড তুলে দেন।

প্রধান আলোচকের বক্তব্যে গবেষক-কবি মুসা আল হাফিজ বলেন, ভাষাসৈনিক মুহম্মদ নূরুল হক একটি বিপ্লব, নতুন ভবিষ্যৎ, সূর্যময় দীপ্তি আছে তাঁর মধ্যে। ভাষাসৈনিক মুহম্মদ নূরুল হক ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সিলেটের সাহিত্য অঙ্গনে নন্দনতাত্তি¦ক আবহ সৃষ্টির পেছনে ভাষাসৈনিক নূরুল হকের অবদান অপরিসীম। 

সভাপতির বক্তব্যে কবি মোহাম্মদ আব্দুল হক বলেন, অনুশীলন সাহিত্য পরিষদ, সিলেট বিভাগ প্রথম আয়োজনে বাংলাদেশের একজন প্রথিতযশা ব্যক্তিত্বের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। ভবিষ্যতে ও দেশের গুণীজনদেরকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ধারা অব্যাহত থাকবে।