সিলেটরবিবার , ১৭ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শ্রীধরপাশায় গ্রেফতার আতঙ্কে পুরুষ শুন্য গ্রাম

Ruhul Amin
সেপ্টেম্বর ১৭, ২০১৭ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

সুহেল হাসান/ কামরুল ইসলাম মাহি. জগন্নাথপুর থেকে:  জগন্নাথপুরের শ্রীধরপাশা গ্রামে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গ্রামটি এখন পুরুষ শুন্য হয়ে পড়েছে। রোববার দুপুরে সরজমিন ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। শনিবার স্থানীয় মাদ্রাসার জমির নিলামকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩৭জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পুলিশ সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত ১০ জনকে আটক করেছে। জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী রোববার সন্ধ্যা ৬টার দিকে জানিয়েছেন সংঘর্ষের ঘটনায় ফয়সল আহমদ বাদী হয়ে ৩৭ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামবাসীর সঙ্গে বিএনপি নেতা জাবেদ আলম কোরেশীর গোষ্টির সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমাও রয়েছে। গ্রামবাসির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় আওয়ামীলীগ নেতা আবদুল মালিক ও ফয়সল আহমদ। দীর্ঘদিন ধরেই গ্রামবাসীর পক্ষে জাবেদ আলম কুরেশীর লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র র্দীঘদিনের বিরোধ চলছিল। যার জের ধরে ঘটনার দিন স্থানীয় গ্রামের মাদ্রাসার জমি নিলামকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের মধ্যে প্রথম বাকবিতন্ডা থেকে এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্থসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হলে এতে ৩৭ গুলিবিদ্ধসহ অর্ধতাশিক ব্যক্তি আহত হন। সংঘর্ষে কয়েক রাউন্ড বন্ধুকের গুলি ছোড়া হয়েছে। উদ্ধার হয়নি সংঘর্ষে ব্যবহৃত অস্ত্র। সরজমিন পরির্দশকালে দেখা গেছে গ্রামের চারিদিকে নিরব নিস্তেজ। নেই অন্যান্যা দিনের মতো মানুষের কোলাহল। সংঘর্ষের পর থেকে গ্রামের বাসিন্দারা আতংকে বসতভিটা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। গ্রেফতারের ভয়ে দিনের বেলায় হাতেগোনা কয়েকজন পুরুষকে দেখা গেছে। তবে রাতে সে সংখ্যা শূন্যের কোটায় নেমে আসতে পারে বলে গ্রামের কয়েকজন জানিয়েছেন। বর্তমানে গ্রামের বেশিরভাগ বাড়িতে নারী ও শিশুরাই শুধু অবস্থান করছেন। তাদের চোখে-মুখেও রয়েছে আতংকের ছাপ। এলাকাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। স্থানীয় কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাসিম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার সংঘঠিত দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশী ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে লোকজন। নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সে দিকে পুলিশ প্রশাসনকে সজাগ থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।