সিলেটশনিবার , ৩০ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে: মির্জা ফখরুল

Ruhul Amin
সেপ্টেম্বর ৩০, ২০১৭ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘প্রয়োজনে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।’ শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ‘রোহিঙ্গা সমস্যার জরুরি সমাধান ও বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা’য় ২০দলীয় জোটের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলন।

বাংলাদেশ বৌদ্ধ নাগরিক ঐক্য মতবিনিময় সভাটির আয়োজন করে। অনুষ্ঠানে বিএনপি-জোটের নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের জন্য মিয়ানমানের সেনাবাহিনী ঘোষণা দিয়েছে। মিয়ানমার কখনও মাথা নিচু করবে না। তাই সবাইকে নিয়ে তাদের চাপ প্রয়োগ করতে হবে। কূটনৈতিকভাকে তাদের বিরুদ্ধে প্রচণ্ড চাপ সৃষ্টি করতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ রাষ্ট্র বন্ধু মিয়ানমারের পাশে গিয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তা পরিষদের সাতটি দেশের মধে চীন ও রাশিয়ার কারণে কোনও সিদ্ধান্ত হয়নি। এখন পর্যন্ত সরকার চীন ও রাশিয়াকে কনভিন্স করতে পারেনি।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা অন্য কোনও দেশ নিয়ে মাথা গলাতে চাই না। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কেউ নাক গলাক, তাও চাই না। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত এসেছে। অথচ সরকার নিন্দাও জানায়নি। এটাকে আগ্রাসন মনে করতে হবে।’ তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিক সরকার চাই। নিরপেক্ষ নির্বাচন চাই। এজন্য কাজও করছি। এই সরকারের গত ৮ বছরের নির্যাতনের কারণে আমরা বহু ত্যাগ শিকার করেছি। আমরা আমাদের অবস্থান থেকে এখনও সরে যাইনি।’

বাংলাদেশে গণতান্ত্রিক সরকার নেই মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলে রোহিঙ্গাদের নিয়ে কোনও সমস্যাই থাকতো না।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি। প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করতে চাই।’

এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ নাগরিক ঐক্যের আহ্বায়ক অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মোস্তফা জামাল হায়দার, মেজর জেনারেল (অব.) ইব্রাহিম, জেবেল রহমান গানি, আহমদ আবদুল কাদের, জাহানারা পারভীন, অ্যাডভোকেট আবদুর রকিব, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগম্মহাসচিব গোলাম মুহিউদ্দীন ইকরাম প্রমুখ।