সিলেটসোমবার , ৯ অক্টোবর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Amin
অক্টোবর ৯, ২০১৭ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট

মিয়ানমার সরকারের সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে আলোচনার জন্য চলতি মাসে মিয়ানমার সফর করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমি এ মাসেই মিয়ানমার সফরে যাব বলে আশা করছি। মিয়ানমারে আমাদের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সফরের এজেন্ডা নির্ধারণ করছেন। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় চোরাচালান কমিটির ৫৯তম বৈঠক শেষ তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের যত শিগগিরই সম্ভব প্রত্যাবাসনই হবে আলোচনার প্রধান এজেন্ডা। আমরা বাংলাদেশে অবস্থানরত সকল রোহিঙ্গাকে সফলভাবে মিয়ানমারে ফেরত পাঠাতে চাই। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার সকল রোহিঙ্গাকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের আওতায় নিয়ে আসার জন্য শিবির স্থাপন করেছে। সেনাবাহিনী, পাসপোর্ট ডাইরেক্টোরেট, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন সংগঠন এতে কাজ করছে। আসাদুজ্জামান খান বলেন, ইতোমধ্যেই বাংলাদেশে ৯১ হাজার ৪২৩ রোহিঙ্গাকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের আওতায় নিয়ে আসা হয়েছে। প্রতিদিন প্রায় নয় হাজার রোহিঙ্গাকে এই পদ্ধতিতে নিবন্ধন করা হচ্ছে।