সিলেটমঙ্গলবার , ২৮ নভেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কার্যকর গণতন্ত্রে ভোটের স্বাধীনতা থাকে: বার্নিকাট

Ruhul Amin
নভেম্বর ২৮, ২০১৭ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

গণতন্ত্র মানে শুধু ভোট দেয়া নয় জানিয়েও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, কার্যকর গণতন্ত্রে মানুষের ভোট দেয়ার স্বাধীনতা থাকে।

মঙ্গলবার রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় বার্নিকাট এই মন্তব্য করেন। ‘অ্যাডভান্সিং উইমেনস লিডারশিপ ইন ইলেকশন’ শীর্ষক এই গোলটেবিলের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল নামে একটি সংস্থা।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, নির্বাচনে স্বাধীন ও শান্তিপূর্ণভাবে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে তার ফলাফলে ভোটাররা বেশি আস্থাশীল হবে।’

১৯৯০ সালে সামরিক শাসক এরশাদের পতনের পর তিনটি জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ নিলেও দুটি নির্বাচন হয়েছে একতরফা। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং সমমনাদের বর্জনের মুখে বিএনপি এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি, বিএনপি-জামায়াত জোট এবং সমমমাদের বর্জনের মুখে নির্বাচন করে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। আর গত নির্বাচনের আগে থেকেই সবার অংশগ্রহণে নির্বাচনের বিষয়ে জোর দিয়ে আসছিল যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এবং সংস্থা।

যে দাবি পূরণ না হওয়ায় গত নির্বাচনে বিএনপি-জামায়াত জোট আসেনি, সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবারও মানছে না আওয়ামী লীগ। এই পরিস্থিতিতে আগামী সংসদ নির্বাচনে কী হবে, সে নিয়ে আলোচনা আছে দেশে-বিদেশে।

দাবি পূরণ না হলে নির্বাচনে না যাওয়ার বিষয়ে এবারও কথা বলছেন বিএনপি নেতারা। আর আওয়ামী লীগ বলছে, বিএনপি এখন যাই বলুক, তারা এবার নির্বাচনে আসবেই। আর নির্বাচনে না আসলে নিবন্ধন আইন অনুযায়ী পর পর দুটি নির্বাচন বর্জনকারী হিসেবে নিবন্ধন বাতিল হওয়ার ঝুঁকিতে পড়বে তারা।

এই পরিস্থিতিতে গোলটেবিল বৈঠকে যোগ দেন বার্নিকাট। তিনি বলেন, ‘একটা কার্যকর গণতন্ত্রে সকল রাজনৈতিক দলের মুক্তভাবে কাজ করার সুযোগ থাকতে হবে। …নাগরিকদের ভোটার হওয়ার স্বাধীনতা থাকতে হবে। কোন ধরনের বাধা বা চাপ মুক্ত থেকে ভোট প্রদানের সুযোগ থাকবে হবে।’

সব দল অংশগ্রহণ করলে জনগণের মধ্যে আস্থা তৈরি হয় মন্তব্য করে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত বলেন, ‘সমাজের সকলেই গ্রহণযোগ্য নির্বাচনের ফল মেনে নেবে মন্তব্য।’

গত সংসদ নির্বাচন বানচালে বিএনপি-জামায়াত জোটের সহিংসতার বিষয়টিও উঠে আসে এই আলোচনায়। বার্নিকাট বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রে সহিংসতার স্থান নেই। সহিংসতা কোনো পথ হতে পারে না। এটা কেউ গ্রহণ করবে না।’

তবে গণতন্ত্র মানে শুধু ব্যালট বাক্সে ভোট দেয়া নয় বলেও মন্তব্য করেনবার্নিকাট। বলেন, ‘ভোটের আগে যা ঘটে, ভোটের দিন এবং ভোটের পর যা হয় সবকিছুই গণতন্ত্রের অংশ।’

বাংলাদেশের রাজনীতিতে নারীরা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন বলেন মনে করেন বার্নিকাট। বলেন, গণতন্ত্রকে দৃঢ় করতে নারীদের নিরাপদ অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখনও বেশ কিছু বিশিষ্ট নারী নেত্বে থাকা সত্ত্বেও রাজনৈতিক দলে এবং নির্বাচিত প্রতিনিধি হিসেবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের পিছিয়ে থাকা নিয়েও প্শ্ন তুলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ প্রমুখ এই গোলটেবিল আলোচনায় অংশ নেন।

আলোচনায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বার্নিকাটকে ইঙ্গিত করে বলেন, ‘এ অঞ্চলে রাজনীতিতে নারীদের যে অবস্থান তা আপনাদের ওদিকেও নেই।’

সিইসি বলেন, ‘নারীদের এখন এগিয়ে আসার সময়। কারণ তারা সংঘর্ষ করে না, ভোট দখল করতে যায় না; তারা যেভাবে সুন্দর করে ঘর ঘুছাতে পারে তেমনি রাষ্ট্রও সুন্দরভাবে পরিচালনা করতে পারবে।’

আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বলেন, ‘নারীদের এগিয়ে নিতে উদ্যোগ ও আন্তরিকতার অভাব রয়েছে। এজন্য রাজনৈতিক দলগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, পুরুষের মানসিকতার পরিবর্তন প্রয়োজন।’

বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নারীর জন্য কোটা বা আইন করে কিছুই হবে না, যদি রাজনৈতিক মানসিকতায় পরিবর্তন না আসে। আমি ৩৩ শতাংশে বিশ্বাস করি না, যোগ্যতা থাকলে সেটা ৪০-৬০ শতাংশও হতে পারে। আমাদের মুভমেন্টটা হওয়া উচিত মানসিকতা পরিবর্তনের।’

বিএনপির আরেক নেতা মঈন খান বলেন, ‘আমরা পুরুষ-নারী সমান চোখে দেখি না, এটাই মূল সমস্যা। আমরা ১৫ টি সংরক্ষিত আসন রেখেছিলাম নারীরা যাতে এগিয়ে সেজন্য, কিন্তু এখন রিজার্ভ আসন বেড়ে ৫০ আসন হয়েছে। রাজনীতিতে নারীর অংশগ্রহণও বাড়ছে। কিন্তু সরাসরি নির্বাচনে জিতে আসার মত পর্যাপ্ত নেতৃত্ব এখনও সেভাবে গড়ে উঠেনি।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘তৃণমূলে অংশগ্রহণমূলক রাজনীতি হলে গণতন্ত্র শক্তিশালী হয়। কিন্তু তৃণমূলে নারীদের কতটা গুরুত্ব দেওয়া হয়? এটা না হলে নারীর ক্ষমতায়ন হবে না, বিষয়টিতে দলগুলোকে গুরুত্ব দিতে হবে। সেজন্য নারীদেরও দলের অভ্যন্তরে চাপ বাড়াতে হবে।’