সিলেটবৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আয়কর জমা দেয়ার শেষ দিন আজ

Ruhul Amin
নভেম্বর ৩০, ২০১৭ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

আজ ৩০ নভেম্বর আয়কর দিবস। ২০১৭-১৮ বর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন।

আজ রাত ১০টা পর্যন্ত সংশ্লিষ্ট আয়কর দফতরে করদাতারা ব্যক্তি-শ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে পারবেন। করদাতাদের টাকা জমা দেয়ার বিশেষ সুবিধার্তে দেশের সব তফসিলি ব্যাংকের শাখা আজ রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। গতকালও (বুধবার) দেশের সব ব্যাংকের শাখা রাত ৮টা পর্যন্ত খোলা ছিল।

সংশ্লিট সূত্রে জানা গেছে জাতীয় রাজস্ব বোর্ডের অনুরোধে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়ে সব ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয় গ্রাহকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে বুধ ও বৃহস্পতিবার করদাতাদের আয়কর প্রদানের সুবিধার্থে সব ব্যাংক শাখা খোলা থাকবে। ব্যাংক থেকে আয়কর চালান ও পে-অর্ডার সুবিধা নিতে পারবেন গ্রাহকরা।

এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জানানো হয়েছে, পূর্ব সিদ্ধান্ত ও ঘোষণা অনুযায়ী ২০১৭-১৮ আয়কর বর্ষের ব্যক্তি-শ্রেণির আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ। এ সময় আর বাড়ানো হবে না।