সিলেটবৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাতায়নের বর্ষপূর্তি উৎসব উদযাপিত

Ruhul Amin
নভেম্বর ৩০, ২০১৭ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :

শিল্প, বিজ্ঞান, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন বাতায়ন’র প্রথম বর্ষপূর্তি উৎসব সফলভাবে উদযাপিত হয়েছে। ২৭ নভেম্বর সোমবার বিকেল ৩ টায় দরবস্ত শাহী ঈদগাহে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি ও মূখ্য আলোচক ছিলেন আলেম, গবেষক, দার্শনিক ও ইতিহাসবিদ, কবি মুসা আল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা ওলিউর রহমান, জৈন্তাপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দিন, জমিয়তে উলামা নেতা মাওলানা সাদ উদ্দিন রব্বানী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব জমিয়ত নেতা মাওলানা মাহমুদ হুসাইন আযাদ, দরবস্ত আল-মনসূর মাদরাসার সহকারী শিক্ষাসচিব মাওলানা শিহাব উদ্দিন, জমিয়তে তালাবা নেতা মাওলানা জাকারিয়া, মানিকপাড়া মাদরাসার শিক্ষক হাফিজ মাসরূর আহমদ, ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ মামুন, মনসুর আহমদ, ছাত্রদল নেতা ইমরান আহমদ প্রমুখ। বাতায়ন প্রধান পরিচালক রাসেল আহমদ মাহফুজের সভাপতিত্বে ও হাফিজ জয়নুল আবেদীন ডালিমের পরিচালনায় কিরাত প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় এ উৎসব। সর্বপ্রকারের বিশৃঙ্খলা এড়িয়ে কবি মীম সুফিয়ান ও লুৎফুল করীম রাজ্জাকের উপস্থাপনায় সংগীত পরিবেশন করেন জাতীয় পর্যায়ে সমাদৃত গীতিকার গোলাম মাহমুদ, জাগরণ পরিচালক আব্দুল করীম দিলদার, জাগরণ শিল্পী সৈয়দ জুনাইদ আজহারী, নবোদয় শিল্পী আব্দুর রহিম সরদারসহ বাতায়ন শিল্পীগোষ্ঠী। প্রধান অতিথির আলোচনার পূর্বে স্মারকগ্রন্থ ‘মুক্ত বাতায়ন’র মোড়ক উন্মোচন করা হয়। সর্বশেষে দরবস্ত বাজার জামে মসজিদের সানী ইমাম মাওলানা রুহুল আমীনের দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়। প্রধান অতিথির বক্তব্যে কবি মুসা আল হাফিজ কবিতা-সংগীতের ভালো-মন্দ উভয় দিক আলোচনা করে বলেন, বাতায়ন আয়োজিত আজকের এই অনুষ্ঠান ইসলাম সমর্থিত ও নিঃসন্দেহে একটি ভালো কাজ। তিনি সুস্থ ধারার সাহিত্য-সংস্কৃতিচর্চার প্রতি সবাইকে আহ্বান জানান।