সিলেটবৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আমেরিকা জমিয়তের সভাপতি অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমানের আহবান

Ruhul Amin
ডিসেম্বর ২১, ২০১৭ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: মাদানী একাডেমী অফ নিউইয়র্ক এর চেয়ারম্যান,টাঙ্গাইল সন্তুষ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও নিউইর্য়ক সিটির মদীনা মসজিদের সাবেক ও বায়তুল জান্নাত মসজিদের বর্তমান ইমাম ও খতীব জমিয়তে উলামায়ে ইসলাম আমেরিকা শাখার সভাপতি , মাসিক দাওয়াত পত্রিকার সম্পাদক অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান আজ (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে বলেছেন, উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে জমিয়তে উলামায়ে ইসলামের গৌরবময় ঐতিহ্য ও অবদানের কথা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। ইমামুল হিন্দ হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (রঃ) প্রদর্শিত পথ অবলম্বন করে ১৮৩১ সালে বালাকোটের ময়দানে রক্তদান, ১৮৫৭ সালে সিপাহী বিপ্লবে সীমাহীন কুরবানী, ১৯১৬ সালের মাল্টা ও আন্দামানের বন্দী জীবন এমনকি ফাঁসির মঞ্চে জীবন দানের মধ্য দিয়ে সংগ্রামী আলেম সমাজ বৃটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে উপমহাদেশের আযাদী ছিনিয়ে আনতে সক্ষম হন। মুফতীয়ে আজম কিফায়েতুল্লাহ,শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান ও শায়খুল ইসলাম মাওলানা সৈয়দ হোসাইন আহমদ মাদানী (রঃ) এর স্মৃতি বিজড়িত এই সংগঠনের উত্তর সুরী হিসেবে বর্তমানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কাজ করছে। যুগে যুগে হাফিজুল হাফিজ আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি, মুফতি মাহমুদ, মাওলানা গোলাম গৌস হাজারভী, শায়খে বাঘা, বাহরুল উলুম আল্লামা মুশাহিদ বায়মপুরী, পীর মুহসিন উদ্দীন দুদুু মিয়া, শায়খে কৌড়িয়া, শামসুদ্দীন কাসেমী,মাওলানা মুহিউদ্দীন খান,শায়খে বিশ্বনাথী (র) এর নেতৃত্বে আমরা তাদের সাথে জমিয়তের কাজ করেছি। হক্কানী উলামায়ে কেরাম এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে দেশ ও মিল্লাতের পক্ষে কাজ করছেন। সাম্প্রতিক সময়ে এই ঐতিহ্যবাহী সংগঠনটির মধ্যে ভাঙ্গনের আলামত স্পশষ্ট হওয়ায় আমি অত্যন্ত কষ্ট অনূভব করছি। আমার মতো হাজারো জমিয়ত প্রেমিক এমে মারাত্মক ভাবে আহত হবে। আর এতে করে জাতির বিশাল ক্ষতি হয়ে যাবে। তাই আমি সকল পক্ষকে দলের ঐতিহ্য অক্ষুন্ন রাখতে মধ্যপন্থা অবলম্বন করার আহবান জানাচ্ছি।

দ্বীনের বৃহত্তর স্বার্থে একসাথে বসে আলোচনার মাধ্যমে সমাধান কা উচিত। ব্যক্তির্স্বাথকে পরিহার করে আল্লাহর জমিনে আল্লাাহর দ্বীন কায়েমের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।