সিলেটরবিবার , ২৯ এপ্রিল ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তাবলিগের দ্বন্দ্ব নিরসনে আল্লামা মাসঊদের আহ্বান

Ruhul Amin
এপ্রিল ২৯, ২০১৮ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

তাবলিগ জামাতে সৃষ্ট চলমান সংকটের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, ‘আজ যখন বিশ্বব্যাপী ইসলাম ও মুসলমানদের সমূলে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে এবং মুসলমানদের পরস্পরে দ্বন্দ্ব সৃষ্টির হাজারো অপকৌশল চালানো হচ্ছে, ঠিক এই অবস্থায় দাওয়াত ও তাবলিগের এই মহান কাজে সৃষ্ট সমস্যার আশু নিরসন না হলে উম্মতের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।’

সবাইকে আকাবির ও আসলাফের পথ ধরে সমস্যার সমাধানে এগিয়ে আসার এবং পারস্পরিক ঐক্য বজায় রাখার আহ্বান জানান শীর্ষ এই আলেম।

রবিবার এক বিবৃতিতে আল্লামা মাসঊদ বলেন, ‘সর্বত্র দীন কায়েমের জন্য সাধারণ মানুষ এবং উলামায়ে কেরামের মাঝে সুসম্পর্ক অটুট থাকা অপরিহার্য। আকাবির ও আসলাফের চেতনা সিক্ত তাবলিগের এই মহান কাজের মাধ্যমে সাধারণ মানুষ এবং উলামায়ে কেরামের মধ্যে যে সুসম্পর্ক গড়ে-উঠেছে তা আজ ইহুদি-খ্রিস্টানরা বরদাশত করতে পারছে না। ওয়ারিশে নবী হিসেবে এ সুসম্পর্ক অক্ষুণ্ন রাখা আমাদের সবার ঐকান্তিক দায়িত্ব। যেকোনো মূল্যেই হোক না কেন আমাদেরকে এ সম্পর্ক বজায় রাখতে হবে।’

দীনদরদি সবার প্রতি শান্তির আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, ‘তাবলিগের এই কাজকে গতিশীল রাখার জন্য সবার প্রতি শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা। সাধারণ মানুষ এবং উলামায়ে কেরাম চিরদিন একে অন্যের সহযোগী। কেউ কারো পক্ষ-প্রতিপক্ষ হতে পারে না।’

আল্লামা মাসঊদ বলেন, ‘সবাইকে শান্তি ও সহনশীল পদ্ধতি অবলম্বনের মাধ্যমে সমস্যা নিরসনে এগিয়ে আসার আহ্বান জানাই। লক্ষণীয় যে, দারুল উলুম দেওবন্দের ফতোয়ায় কাউকে বাধা দেওয়া বা বিশৃঙ্খলা সৃষ্টির অনুমতি দেয়নি। এই ক্ষেত্রে আমাদের কার্যক্রম দারুল উলুম দেওবন্দের বক্তব্যের ওপর সীমাবদ্ধ থাকা উচিত। মাদারে ইলমি দেওবন্দ মাদ্রাসাকে বিতর্কের ঊর্ধ্বে রাখা আমাদের কর্তব্য। কঠোর অবস্থান কারো জন্যই সুফল বয়ে আনবে না বরং তাবলিগের এবং দীনের কাজকে আরও বাধাগ্রস্ত করবে। অধিকন্তু ইসলামের দুশমনরা ঝোপ বুঝে কোপা-ঘাত হানার চেষ্টা চালাবে। তাই বৃহত্তর স্বার্থে ছাড় দিয়ে হলেও দাওয়াত ও তাবলিগি এ কাজের মর্যাদাকে সমুন্নত রাখার ইমানি দায়িত্ব পালন করতে হবে।’