সিলেটশুক্রবার , ১৫ জুন ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদ শুক্রবার

Ruhul Amin
জুন ১৫, ২০১৮ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে শুক্রবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ও সুপ্রিম কোর্টের বরাত দিয়ে বৃহস্পতিবার  এই সংবাদ জানিয়েছে আরব নিউজ।

সৌদি আরব সুপ্রিম কোর্ট ও চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় উৎসব পালন করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, কাতার, বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত ইয়েমান ও ওমান। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দিন ধার্য করা হয়।

এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট থেকে ঈদের চাঁদ দেখা-সংক্রান্ত একটি ঘোষণা দেয়া হয়েছিল। সেখানে আজ সন্ধ্যার পর খালি চোখে চাঁদ দেখা গেলে নিকটস্থ কোর্টে জানানোর জন্য দেশটির নাগরিকদের আহ্বান জানানো হয়।

সাধারণত সৌদি আরবের পরদিন বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সে হিসেবে আগামীকাল বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাল চাঁদ দেখা গেলে শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর পালিত হবে।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। রমজানে এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলিমগণ।

এদিকে পূবের দেশ জাপানেও শুক্রবার ঈদুল ফিতর উদযাপন হবে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় জাপান চাঁদ দেখা কমিটির (রুইয়াতে হেলাল জাপান) বৈঠকে শুক্রবার ঈদের ঘোষণা দেয়া হয়।