সিলেটমঙ্গলবার , ৩১ জুলাই ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আসামে ৪০ লাখ মানুষের নাগরিকত্ব বাতিল

Ruhul Amin
জুলাই ৩১, ২০১৮ ১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আসামে ভারতীয় নাগরিকত্ব তালিকা থেকে প্রায় ৪০ লাখ বাসিন্দাকে বাদ দেওয়া হয়েছে। জাতীয় নাগরিকপঞ্জি বা ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনসের (এনআরসি) প্রকাশিত চূড়ান্ত খসড়া তালিকা থেকে এ তথ্য জানা গেছে। গতকাল প্রকাশ করা এনআরসির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ২ কোটি ৮৯ লাখ ৮৩ হাজার ৬৬৭ জনের নাম। এ তালিকায় প্রায় ৪০ লাখ বাসিন্দার নাম নেই। এদিকে এনআরসি তালিকা থেকে ৪০ লাখ মানুষের নাম বাদ পড়ার ঘটনায় দেশজুড়ে রাজনীতি উত্তপ্ত হতে চলেছে। এ ইস্যুতে ভারতের সংসদের দুই কক্ষে (রাজ্যসভা ও লোকসভা) গতকালই সরব হন তৃণমূলসহ বিরোধীরা। বিরোধীদের হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশনও মুলতবি করা হয়। তবে লোকসভায় আলোচনা হয়েছে। সেখানেই দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আজ যে তালিকা প্রকাশিত হয়েছে সেটি একটি খসড়া মাত্র, চূড়ান্ত এনআরসি নয়। চূড়ান্ত তালিকা সংশ্লিষ্ট সবার দাবি এবং আপত্তি মেনেই প্রকাশিত হবে। কাজেই কেউ যেন অযথা আতঙ্ক এবং ভুল তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত না করেন।’ তিনি আরও বলেন, ‘তালিকায় যেসব বাসিন্দার নাম ওঠেনি, তাদের ফরেনার্স ট্রাইব্যুনালে কিংবা ডিটেনশন সেন্টারেও পাঠিয়ে দেওয়া হবে না, যতক্ষণ না তাদের আপিলের সব সুযোগ শেষ হয়ে যাচ্ছে। আগস্ট মাসের ৩০ তারিখ থেকে আপিল এবং নাগরিকত্বের প্রমাণ দাখিলের সময়সীমা শুরু হবে, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।’

ক্ষুব্ধ মমতা : এনআরসি থেকে ৪০ লাখ নাগরিকের নাম বাদ পড়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন, ‘এনআরসিতে যাদের নাম তোলা হয়নি, তারা বছরের পর বছর সেখানে বসবাস করলেও একটি মাত্র তালিকায় নাম না থাকার কারণে মুহূর্তের মধ্যে তাদের উদ্বাস্তু তকমা দেওয়া হলো।’ এদিন দুপুরে রাজ্য সরকারের সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে কেন্দ্র ও আসামের বিজেপি সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেছে বেছে বাঙালিদের টার্গেট করা হচ্ছে। ডিভাইড অ্যান্ড রুল চলছে। আর সে কারণেই আধার, পাসপোর্ট, ভোটার কার্ড থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া হয়েছে। বাদ পড়াদের তালিকায় হিন্দু-মুসলিম সবাই আছেন। পুরো ব্যাপারটাই গেম প্ল্যান। ভোট ব্যাংকের কথা মাথায় রেখেই এটা করা হচ্ছে। যারা বিজেপিকে ভোট দেবে না, বেছে বেছে তাদের নামই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।’

আসামে নাগরিকপঞ্জিতে বন্ধে আইন প্রণয়নের জোর দাবি : ভারতের ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেন্স (এনআরসি) গতকাল সংশোধিত খসড়া নাগরিকপঞ্জির তালিকা প্রকাশ করে তা থেকেও আসাম রাজ্যের প্রায় ৪০ লাখ অধিবাসী বাদ পড়েছেন। নাগরিক তালিকাভুক্তির জন্য আবেদন করেছিলেন তিন কোটি ২৯ লাখ। তার মধ্যে তালিকায় ঠাঁই হয়েছে দুই কোটি ৮৯ লাখ মানুষের নাম। তালিকাটি প্রকাশের পরপরই গতকাল ভারতীয় সংসদে (লোকসভা ও রাজ্যসভা) সম্মিলিত বিরোধী দল (কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও বাম দলসমূহ) তুমুল প্রতিবাদ জানায়। তারা বলেছে, নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করে এই তালিকা তৈরি করা হয়েছে। বিরোধী দলের সদস্যরা সমস্যার সমাধানের জন্য একটি সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানান। তাদের আরও দাবি— তথাকথিত নাগরিকপঞ্জি প্রণয়ন বন্ধে নতুন আইন প্রণয়ন করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সংসদকে জানান, এটি একটি চূড়ান্ত খসড়া তালিকা। যাদের নাম এ তালিকায় নেই তাদেরকে তাদের নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট সুযোগ দেওয়া হবে। কিন্তু মন্ত্রীর এই আশ্বাসে বিরোধী দল সন্তুষ্ট হয়নি। তারা ক্ষোভ প্রকাশ করতে করতে লোকসভা অধিবেশন থেকে ওয়াকআউট করে। রাজ্যসভায়ও নাগরিকপঞ্জির বিরোধী দল হৈচৈ করে। এতে অধিবেশনের কাজ বিঘ্নিত হয়। ১৯৭১ সালের ২৪ মার্চের আগে রাজ্যে আবাস গেড়েছেন এমন প্রমাণ না পাওয়ায় সংশোধিত তালিকায় ৪০ লাখ আবেদনকারীর নাম রাখা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর লক্ষ্যেই এএনআরসির এ নাগরিকপঞ্জি চূড়ান্ত করা হচ্ছে বলে এর আগে জানিয়েছিল আসাম সরকার।

তালিকায় নাম না থাকাদের এখনই বের করে দেওয়া হবে না বলে কর্মকর্তারা আশ্বস্ত করলেও এর মাধ্যমে আসামের সংখ্যালঘু বাঙালি বিশেষত মুসলমানদের ‘উইচ হান্টিং’য়ের শিকার হতে হবে বলে আশঙ্কা অনেক পর্যবেক্ষকের। খসড়া এ তালিকা ঘিরে ভারতের উত্তর-পূর্ব রাজ্যটিতে সংঘাত ও সংঘর্ষের শঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার। দেশটির সেনাবাহিনীকেও যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আধাসামরিক বাহিনীর ২৩ হাজার সদস্যকে আসাম পাঠানো হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে সতর্কতা জারি হয়েছে রাজ্যটির প্রতিবেশী মেঘালয়, মনিপুর, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশেও। ভারতের রেজিস্ট্রার জেনারেল শৈলেশ গতকাল দিল্লিতে বলেন, বাদ পড়া আবেদনকারীরা আগামী ৩০ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তালিকায় নাম ওঠাতে আপিল করতে পারবেন। আপত্তি করার জন্য জনগণকে পর্যাপ্ত এবং যথেষ্ট সুযোগ দেওয়া হবে। কোনো প্রকৃত ভারতীয় নাগরিকের শঙ্কিত হওয়ার কারণ নেই।