সিলেটমঙ্গলবার , ৭ আগস্ট ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হত্যা মামলায় বাবা-ছেলের মৃত্যুদণ্ড

Ruhul Amin
আগস্ট ৭, ২০১৮ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরায় গৃহবধূকে হত্যার দায়ে বাবা ও ছেলের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার এ আদেশ দেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন, জেলার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের হলুদ আলী গাজীর ছেলে দীন মোহাম্মদ গাজী এবং তার ছেলে ওমর আলী গাজী।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের নভেম্বরে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের ওমর আলী গাজীর সঙ্গে একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের আব্বাস উদ্দিনের মেয়ে আমেনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকতো।

২০১৭ সালের ৬ জানুয়ারি রাত নয়টার দিকে দীন মোহাম্মদ বেয়াই আব্বাসকে ফোন করে বলেন যে, আমেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর তিন দিন পর চান্দুড়িয়া সীমান্ত সংলগ্ন ইছামতি নদী থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আমেনার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সেদিনই কলারোয়া থানায় আমেনার স্বামী-শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। এ মামলায় কলারোয়া থানার এসআই সোলায়মান আক্কাস ২০১৮ সালের ২৮ জানুয়ারি আদালতে তিনজনের নামে চার্জশিট দাখিল করেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে ওমর আলী গাজী ও তার বাবা দীন মোহাম্মদের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আমেনার শাশুড়ি আনোয়ারা খাতুনকে খালাস দেওয়া হয়েছে।

সাতক্ষীরা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওসমান গনি বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।