সিলেটরবিবার , ১৬ সেপ্টেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

‘বৌদ্ধ শিক্ষকদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ নতুন কিছু নয়’

Ruhul Amin
সেপ্টেম্বর ১৬, ২০১৮ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: যৌন নির্যাতনকারী বৌদ্ধ শিক্ষকদের সম্পর্কে জানেন তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামা। তিনি বলেছেন, এমন অভিযোগ নতুন কিছু নয়। ১৯৯০ এর দশক থেকেই তিনি এ বিষয়ে জানেন। রোববার তিনি এমন স্বীকারোক্তি দেন। সারাবিশ্বে লাখ লাখ বৌদ্ধ দালাই লামাকে ভীষণ শ্রদ্ধা করেন ধর্মীয় নেতা হিসেবে। বর্তমানে তিনি চার দিনের সফরে নেদারল্যান্ডসে রয়েছেন। সেখানে বৌদ্ধ শিক্ষকদের হাতে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের সঙ্গে সাক্ষাত করেন শুক্রবার। এর আগে তার সঙ্গে সাক্ষাতের জন্য যৌন নির্যাতিত প্রায় ডজনখানে ভিকটিম আবেদন করেন।

তাদের সঙ্গে সাক্ষাতকালে দালাই লামা ওই স্বীকারোক্তি দেন। শনিবার দিনশেষে ডাচ টেলিভিশন এনওএস’কে দালাই লামা এসব যৌন নির্যাতনের বিষয়ে বলেন, আমি এ বিষয়ে জানি। এটা নতুন কোন বিষয় না। ভারতের ধর্মশালায় পশ্চিমা বৌদ্ধ শিক্ষকদের এক সম্মেলনে ২৫ বছর আগে কেউ একজন যৌন নির্যাতনের সমস্যাটিকে সামনে এনেছিলেন। দালাই লামা আরো বলেন, যেসব মানুষ যৌন নির্যাতন করে তারা বৌদ্ধের শিক্ষার কোনো তোয়াক্কা করে না। এখন বিষয়টি প্রকাশ্যে এসেছে। তাই এই লজ্ঝা থেকে মানুষ সচেতন হবে। ইউরোপে তিব্বতের ধর্মীয় নেতা সেটেন স্যামদুপ চোয়েকইয়াপা বলেন, এমন অপকর্মের ও অনৈতিক আচরণের সব সময়ই নিন্দা জানিয়ে আসছেন দালাই লামা।