সিলেটসোমবার , ১৭ সেপ্টেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বহু-বিবাহ নিয়ে নাস্তিকদের অবান্তর প্রশ্নের সমোচিত জবাব দিতে হবে: আল্লামা বাবুনগরী

Ruhul Amin
সেপ্টেম্বর ১৭, ২০১৮ ১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ইনামুল হাসান ফারুকী:দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক স্বনামধন্য মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন,বিশ্বনবী (সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর মুহাব্বাত ঈমানের অবিচ্ছেদ্য অংশ৷রাসুল
(সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)লক্ষ-কোটি মুমিনের প্রাণের স্পন্দন৷মুমিন মুসলমানগণ রাসুল .কে নিজের প্রাণের চেয়েও বেশি মুহাব্বাত করেন৷ রাসুল (সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর ইজ্জত- সম্মানের উপর কোন আঘাত ঈমানদার সহ্য করতে পারে না৷সরলমনা সাধারণ মুসলমানদেরকে ধোকা দেয়ার জন্য নাস্তিক মুরতাদরা রাসুল (সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর বহু-বিবাহ সম্পর্কে নানান অবান্তর প্রশ্ন করে৷নাস্তিকদের ভিত্তিহীন প্রশ্নের সমোচিত জবাব দিতে হবে৷

১৫ ই সেপ্টেম্বর শনিবার দারুল উলুম হাটহাজারী মাদরাসায় হাদীসের সর্বোচ্চ কিতাব বোখারী শরীফের পাঠদানকালে “বহু-বিবাহ “অধ্যায়ের ৪৮৭৬ নং হাদীস সম্পর্কে আলোচনাকালে এসব কথা বলেন তিনি৷

আল্লামা বাবুনগরী আরো বলেন, রাসুল (সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
এর বহু-বিবাহ জৈবিক চাহিদাপূর্ণ বা স্রেফ নিজ স্বার্থে ছিল না বরং দ্বীনের স্বার্থে ছিলো৷দ্বীনের স্বার্থেই রাসুল (সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বহু-বিবাহ করেছিলেন৷রাসুলুল্লাহ (সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর বহু-বিবাহের দরূন দ্বীন ইসলামের অনেক ফায়দা হয়েছে৷

হযরত খাদিজা রাদি.অনেক সম্পদের মালিক ছিলেন৷রাসুল (সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর নিজের যাবতীয় ধন সম্পদ ইসলামের কল্যাণে খরচ করেছিলেন৷যা ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে৷

নাস্তিক মুরতাদদের নিকট প্রশ্ন রেখে আল্লামা বাবুনগরী বলেন,রাসুল (সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ২৫ বছর বয়সে, ৪০ বৎসর বয়সি হযরত খাদিজা (রাদিআল্লাহু আনহা) কে বিবাহ করেছিলেন৷যদি জৈবিক চাহিদা পূরণই রাসুল (সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর উদ্যেশ্য হত তাহলে পঁচিশ বৎসরের যুবক বয়সে রাসুল (সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)কি চল্লিশ বছরের একজন বৃদ্ধাকে বিবাহ করতেন (???)

রাসুলুল্লাহ (সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর বহু-বিবাহের দরূন ইসলামের অনেক ফায়দা হয়েছে৷নারী সংক্রান্ত ইসলামের বিধি-বিধান উম্মতের অন্যান্য নারীদের নিকট পৌছে দেয়ার জন্য বহু-বিবাহের ভূমিকা দিবালোকের ন্যায় সু-স্পষ্ট৷

আবু সুফিয়ানের মেয়ে হযরত উম্মে হাবীবা (রাদিআল্লাহু আনহা)কে বিবাহের মাধ্যমে ইসলামের বিরুদ্ধে চলমান আবু সুফিয়ানের যাবতীয় ষড়যন্ত্র হেকমতের সহিত নস্যাৎ করে দিয়েছিলেন।এর ফলে মক্কা বিজয়ের সময় হযরত আবু সুফিয়ান (রাদিআল্লাহু আনহু)ও কালিমা পড়ে ইসলামের সু-শীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে মুসলমান হয়েছিলেন৷

আল্লামা বাবুনগরী বলেন,বহু-বিবাহের দরূন নাস্তিকরা রাসুল (সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)কে নারীলোভী বলে কটাক্ষ করে বিশ্বমুসলিমের কলিজায় আঘাত করেছে৷তাই সরলমনা সাধারণ মুসলমানদের ঈমান রক্ষার্থে বহু-বিবাহ নিয়ে নাস্তিকদের অবান্ত প্রশ্নবলীর দাঁতভাঙ্গা জবাব দিতে হবে৷