সিলেটমঙ্গলবার , ১৮ সেপ্টেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

২০১৯ সালের বিশ্ব ইজতেমায় দুই পর্বে ৬৪ জেলা টঙ্গী ময়দানে অংশগ্রহণ করবে

Ruhul Amin
সেপ্টেম্বর ১৮, ২০১৮ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

আবু সুফিয়ান মানসুর: ২০১৯ সালের বিশ্ব ইজতেমায় দুই পর্বে দেশের ৬৪ জেলা অংশগ্রহণ করবে। নিজ নিজ জেলাতে কোন ইজতেমা হবে না।
বাংলাদেশের দাওয়াত ও তাবলিগের কাকরাইলে সব উলামায়ে শূরা সদস্যরা হযরত মাওলানা জুবায়ের সাহেব(দামাত বারকাতুহুম),মাওলানা রবিউল হক সাহেব(দামাত বারকাতুহুম,) মাওলানা ওমর ফারুক সাহেব (দামাত বারকাতুহুম ) সহ সমস্ত উলামায়ে কেরাম এবং ৬৪ জেলার শুরার বিশেষ মাশাওয়ারা এই সিদ্ধান্ত হয়েছে আজকে।
রহিম মেটাল জামে মসজিদ, তেজগাঁও।

এই বছরের বিশ্ব ইজতেমা শুধু টঙ্গীতে দুই পর্বে হবে।
৩২+৩২=৬৪ জেলার ইজতেমা ২ টি পর্বে
প্রথম পর্ব : 18, 19, 20 জানুয়ারী,
দ্বিতীয় পর্ব 25, 26, 27 জানুয়ারি।
এবং টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্তগ্রহণ করছেন সবাই।এবং তিন চিল্লার এবং সমস্ত উলামায়ে কেরামের ৫ দিনের জোড় ৭ ডিসেম্বর-১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে।

এই বছর বিশ্ব ইজতেমা‌য় ৩২ টি করে দুই পর্বে ৬৪ জেলার মধ্যে কোন জেলা কোন পর্বে থাকবে; তা জেলার তালিকা চুড়ান্ত হওয়ার পর জানানো হবে।

ফেসবুক সহ সেস্যাল মিডিয়া মাধ্যমে নিজামুদ্দিন ফেরকার অপপ্রচারের কান না দেয়ার আহবান জানান। মাওঃজুবায়ে আহমদ সাহেব, আরো বলেন,যে কোন বিষয় আলেমদের পরামর্শ ছাড়া কোন কাজ না করার জন্য আহবান করেন।