সিলেটমঙ্গলবার , ২৫ সেপ্টেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সিলেটে এদারা বোর্ডের শুকরিয়া মিছিল

Ruhul Amin
সেপ্টেম্বর ২৫, ২০১৮ ১২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: জাতীয় সংসদে কওমি মাদরাসার দাওরায়ে হাদীসের সনদকে মাস্টার্স এর সমমানের বিল পাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ ( কওমি মাদরাসা বোর্ড বাংলাদেশ) । রোববার বিকালে (২৩-০৯-১৮ইং) সিলেট নগরীর সোবাহানিঘাট পয়েন্টে থেকে শুকরিয়া মিছিল শুরু হরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় মাধ্যেমে শেষে হয়। আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ এর ছদর মাওলানা শায়খ জিয়া উদ্দিন এর সভাপতিত্বে এবং এদারার মহাসবিচ শায়খ মাওলানা আব্দুল বছীর সুনামগঞ্জীর পরিচালনায় শুকরিয়া মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তক্য রাখেন, মাওলানা এনামুল হক মুহতামিম বহরগ্রাম মাদারাসা, মাওলানা ইউসুফ খাদিমানী মুহতামিম রামধা মাদরাসা, মাওলানা তালিব উদ্দিন শিক্ষক রেঙ্গা মাদরাসা, মাওলনা জুবায়ের আহমদ মুহতামিম নয়াসড়ক মাদরাসা,মাওলনা সৈয়দ আব্দুর রহমান শিক্ষক বারকোট মাদরাসা প্রমুখ। সংক্ষিপ্ত পথসভায় সভাপতি বক্তব্যে বলেন কওমি মাদরাসার দীর্ঘদিনের কামনা ও বাসনা আজ পুরণ হলো বিধায় প্রধানমন্ত্রীসহ সকল সংসদ সদস্যদেরকে ধ্যবাদ জানাই। তিনি আরো বলেন কওমি মাদারাসা ইলমে ওহীর সঠিক দিক নির্দেশনা প্রদান করে এবং জনগণকে কওমি মাদারাসার প্রতি সুদৃষ্টি রাখতে অনুরোধ জানান।