সিলেটবুধবার , ৩১ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাঙালি-বিহারিদের তাড়ালে আশ্রয় দেব: মমতা

Ruhul Amin
অক্টোবর ৩১, ২০১৮ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্রট: তের আসামের নাগরিক তালিকা থেকে বাদ দেয়া হয়েছে প্রায় ৪০ লাখ বাঙালিকে। এটিকে ক্ষমতাসিন দল বিজেপির বাঙালি হটাও অভিযান উল্লেখ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘আত্মমর্যাদা আর অধিকার রক্ষার লড়াইয়ে নামা ভাইবোনদের উপর অত্যাচার হলে, আর কেউ না থাকলেও, বাংলা পাশে আছে। অাসামে বাঙালি হটাও অভিযান শুরু করেছে বিজেপি। আত্মহত্যা করছেন অনেকে। অাসাম থেকে বিজেপি যাদের তাড়াবে, তাদের আশ্রয় দেবে বাংলা।’

মঙ্গলবার এক বক্তৃতায় আসামের বাঙালিদের আশ্বস্ত করে এমন মন্তব্য করেন মমতা। শুধু অাসাম নয়, গুজরাত থেকে বিহারিদের উচ্ছেদের যে প্রক্রিয়া চলছে সেটির সমালোচনা করে তিনি বলেন, গুজরাতে বিহারি খেদাও চলছে। আমরা এসব করি না। মুখে অখণ্ড দেশের বুলি আওড়াব, আর ভেদাভেদ চালিয়ে যাব, দুটো একসঙ্গে হয় না। অাসাম থেকেই হোক কিংবা গুজরাত, বিজেপি যাকেই তাড়াবে, তার পাশেই দাঁড়াবে বাংলা।

আসামে নাগরিক তালিকার তৈরির নামে প্রায় চল্লিশ লাখ বাঙালির নাম বাদ দেয়া হয়েছে। যাদের মধ্যে সরকারি চাকরিজীবি থেকে শুরু করে দেশটির সাবেক রাষ্ট্রপতির পরিবারও রয়েছে। শুরু থেকেই এ ঘটনার সমালোচনা করে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিনও সেকথা তিনি স্পষ্ট করে দিলেন।