সিলেটশনিবার , ২২ ডিসেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভোটে এমন পরিস্থিতি ৫০ বছরেও দেখিনি: কামাল

Ruhul Amin
ডিসেম্বর ২২, ২০১৮ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

এবারের নির্বাচনে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা ৫০ বছরের রাজনৈতিক জীবনে কখনো দেখেননি বলে জানিয়েছেন বিএনপির নতুন জোট ঐক্যফ্রন্টের প্রধান নেতা কামাল হোসেন। আহ্বান জানিয়েছেন, সুষ্ঠু পরিবেশ তৈরি করে জনগণকে স্বাধীনভাবে প্রার্থী বাছাইয়ের সুযোগ দেওয়ার।

ভোটের নয় দিন বাকি থাকতে শুক্রবার রাজধানীর পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কামাল হোসেন। সারা দেশের নির্বাচনী পরিস্থিতি তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের ডাকেন তিনি।

আগামী ৩০ ডিসেম্বরের ভোটকে সামনে রেখে নির্বাচনী প্রচারে হাঙ্গামা হয়েছে বিভিন্ন নির্বাচনী এলাকায়। আক্রান্ত হয়েছেন বিএনপির বেশ কয়েকজন প্রার্থী। নিহত হয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন জন নেতা।

বিএনপি এবং তার জোট অভিযোগ করছে, তারা নির্বিঘ্নে প্রচার চালাতে পারছেন না সরকারি দল ও আইনশৃঙ্খলা বাহিনীর বাধায়। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ের কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কামাল হোসেন বলেন, ‘৫০ বছরের রাজনৈতিক জীবনে এবারের মতো পরিস্থিতি অভিজ্ঞতা হয়নি। এভাবে পরিকল্পিতভাবে পুলিশকে রাস্তায় নামিয়ে দেওয়া, পুলিশ ও সরকারি দল মিলে যারা ভোট চাইতে যাচ্ছে, তাদের ওপর আক্রমণ করা আর হয়নি, এমন আর দেখিনি।’

‘কল্পনাও করা যায় না যেভাবে নির্বাচনী পরিবেশকে ধ্বংস করা হয়েছে। এটা যেন অবিলম্বে বন্ধ করা হয়। না হলে সংবিধান লঙ্ঘন করার অপরাধ হবে। সংবিধানকে ভঙ্গ করার অপরাধ হবে। অবাধ নিরপেক্ষ নির্বাচনের সুযোগ না দেওয়া হলে যারা নির্বাচিত দাবি করবে তাদের কোনোভাবেই নির্বাচিত প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না। তখন মহাসংকট সৃষ্টি হবে। জনগণ দেশের ক্ষমতার মালিক। তাদের ভোট দিতে না দেওয়া স্বাধীনতার ওপর আঘাত। এই আঘাত মেনে নেওয়া যায় না।’

মাথা ‘ঠান্ডা’ করতে সরকারকে পরামর্শ

জনগণের সঙ্গে ‘ভাঁওতাবাজি’ না করে সুষ্ঠু নির্বাচন দিতেও বলেছেন কামাল হোসেন। ঐক্যফ্রন্ট নেতা বলেন, ‘মাথা ঠিক করেন, ‘মাথা ঠান্ডা করেন, মাথা সুস্থ করেন। ইলেকশনে জিততে হবে। এভাবে ভাঁওতাবাজি করে জিতবেন, এটাকে জেতা বলে না। মানুষের সঙ্গে ভাঁওতাবাজি করা, মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করা সংবিধান লঙ্ঘন।’

‘আপনাদেরকে ভালোভাবে বলছি, সাত দিন সময় আছে। এসব বন্ধ করুন। এই সময়ের মধ্যে বিরোধী নেতাকর্মীদের হয়রানি- গ্রেপ্তার বন্ধ করে, প্রচার প্রচারণার সমান সুযোগ দিয়ে নির্বাচনের পরিবেশ তৈরি করুন। তা না করে ভাওতাবাজির নির্বাচন করলে তা কেউ মেনে নেবে না।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক বলেন, ‘এ পর্যন্ত ১৬ জন ধানের শীষের প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। যেসব আসনে প্রার্থিতা বাতিল করা, সেসব আসনে পুনঃতফসিলের দাবি জানাচ্ছে ঐক্যফ্রন্ট। ইন্টারনেটের গতি কমানোর অপচেষ্টা করা হচ্ছে, এটা আত্মঘাতী সিদ্ধান্ত।’

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।