সিলেটবৃহস্পতিবার , ২৭ ডিসেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জামেয়া রেঙ্গার ৯৯ তম বার্ষিক মাহফিল সম্পন্ন

Ruhul Amin
ডিসেম্বর ২৭, ২০১৮ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

 

সিলেট রিপোর্ট: খলিফায়ে মাদানী হযরত বদরুল আলম শায়খে রেংগা (র) এর স্মৃতি বিজড়িত দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী ইসলামি বিদ্যাপীঠ জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার ৯৯ তম বার্ষিক জলছা গতকাল ২৬ ডিসেম্বর বুধবার সম্পন্ন হয়েছে। সকাল দশটা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার বাদ ফজর আখেরী মোনাজাতের মাধ্য দিয়ে সমাপ্ত হয়। সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার বার্ষিক মাহফিলে বিভিন্ন অধিবশনে সভাপতিত্ব করেন, জামেয়ার বর্ষীয়ান শায়খুল হাদিস আল্লামা শিহাবুদ্দিন, মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, শায়খে সানি মাওলানা নজির আহমদ ঝিঙ্গাবাড়ি।
বয়ান পেশ করেন শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি, শায়খুল হাদিস আল্লামা শায়খ আহমদ চট্টগ্রাম, শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জ, শায়খুল হাদিস আল্লামা সাজিদুর রহমান বি-বাড়িয়া, কাজিরবাজার মাদরাসার শায়খুল হাদিস আল্লামা আহমদ আলী, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরি, মাওলানা ড. আ ফ ম খালেদ হুসাইন চট্টগ্রাম, দরগাহ মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম জাকারিয়া, শায়খুল হাদিস আল্লামা আবদুশ শহীদ গলমুকাপন, শায়খুল হাদিস মাওলানা আবদুল মালিক রুপসপুরী, শায়খুল হাদিস মাওলানা সাজিদুর রহমান সুনামগঞ্জী, মাওলানা শায়খ আবদুস সালাম বাগরখলী, মাওলানা তাফহীমুল হক, মুফতি মুজিরুদ্দীন সিলেট, হাফিজ মাওলানা এহতেশামুল হক ক্বাসিমী, মুফতি আমীরুল ইসলাম, মুফতি মুশাহিদ কাসিমী মৌলভীবাজার, মাওলানা ইকবাল হুসাইন লন্ডন জামেয়া রেঙ্গার শিক্ষক মাওলানা আহমদ কবীর খলীল, মুফতি মিজানুর রহমান প্রমুখ উলামায়ে কেরাম। দিনরাত ব্যাপি উক্ত মাহফিলে বৃহত্তর সিলেটের প্রত্যন্ত এলাকা থেকে সর্বমহলের মুসল্লিদের সমাগম ঘটে। আগত মুসল্লিদের নিরবচ্ছিন্ন অবস্থান পরদিন ফজর পর্যন্ত অব্যাহত ছিলো। রাতের শেষ প্রহরে জামেয়ার মুহতামিম শায়খ মাওলানা মুহিউল ইসলাম বুরহান সাহেব জিকির- আজকার করে দেশবিদেশের সকল মানুষের কল্যাণ কামনায় মোনাজাত করেন এবং বাদ ফজর জামেয়ার শায়খুল হাদিস আল্লামা শিহাবুদ্দিনের আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।