সিলেটবুধবার , ১৬ জানুয়ারি ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভারতের প্রখ্যাত সাংবাদিক,আলেম সাইয়েদ ওয়াযেহ রশিদ নদভীর ইন্তেকাল

Ruhul Amin
জানুয়ারি ১৬, ২০১৯ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  ভারতের লখনৌ দারুল উলুম নদওয়াতুল উলামার নাযেম , প্রখ্যাত লেখক, আরবিবিদ, সাংবাদিক মাওলানা ওয়াযেহ রশিদ নদভী (৮০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বুধবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৬টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ৮০ বছর ছিল।

মরহুম মাওলানা ওয়াযেহ রশিদ নদভী পৃথিবী বিখ্যাত দাঈ আলেম সাহিত্যিক আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.-এর ভাগ্নে ও নদওয়াতুল উলামার মহাপরিচালক আল্লামা সাইয়েদ রাবে হাসানি নদভীর ছোট ভাই।

ড. মাওলানা ওয়াজেহ রশিদ নদভি ১৯৩২ সালে ভারতের উত্তর প্রদেশস্থ রায়বেরেলির তাকিয়া কিলানের সম্ভ্রান্ত ও অভিজাত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ধর্মীয় ঐতিহ্য ও আল্লাহভীতিতে তার পরিবার ও বংশ প্রবাদতূল্য। শৈশবে বিশ্ববরেণ্য দাঈ আল্লামা সাইয়েদ আবুল হাসান আলি নদভি (রহ.)-এর স্নেহ-মমতায় তিনি গড়ে ওঠেন। মামা হওয়ার সুবাদে খুব কাছ থেকেই ক্ষণজম্মা মহাপুরুষের সান্নিধ্যে কাটে তার শৈশব-কৈশোর। তার চিন্তাদর্শ ও মননশীলতা ধারণ করে বেড়ে ওঠেন। ইসলামী জাগরণ, ঈমানি চেতনাবোধ, শিক্ষা-সংস্কৃতি, চিন্তা-গবেষণা, মার্জিত রুচিবোধ, শৈল্পিক-মাধুর্যপূর্ণ ভাবনা, আরবি-উর্দু রচনাশৈলীতে ছিলেন আলি নদভির অবিকল নমুনা। ইংরেজিতেও ছিলেন আপন মহিমায় ভাস্বর।

প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন পারিবারিকভাবেই। ইসলামী শিক্ষা ও আরবি ভাষা শিক্ষা লাভ করেন লখনউর দারুল উলুম নদওয়াতুল উলামায়। এরপর আলীগড় মুসলিম ইউনিভার্সটি থেকে ১৯৫২ সালে ইংরেজিতে অনার্স সম্পন্ন করেন।

অল ইন্ডিয়া রেডিওতে আরবি বিভাগের উপস্থাপক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। সেখানে তিনি ১৯৫৩ থেকে ১৯৭৩ পর্যন্ত সুদীর্ঘ ২০ বছর যাবত কর্মরত ছিলেন। এ দীর্ঘ সময়ে তিনি অনুবাদ, ভাষাতত্ত্ব, পশ্চিমা সভ্যতা-সংস্কৃতি সম্পর্কে গভীর জ্ঞান লাভ করেন। পাশাপাশি সাংবাদিকতার জগতে ভিন্ন এক ধারা তৈরি করেন। ইউরোপ-এশিয়ার সামাজিক-রাজনৈতিক ইতিহাস ও বিশ্লেষণে তুখোড় হয়ে উঠেন এক সময়।

১৯৭৩ সাল থেকে রেডিওর চাকরি ছেড়ে দারুল নদওয়াতুল উলামায় অধ্যাপক হিসেবে নিযুক্ত হোন। এসময় অনেক গুরুত্বপূর্ণ পদেও ছিলেন তিনি। তাই বড় বড় বিভিন্ন দায়িত্বও পালন করেন। নদওয়ার আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ডিন ও ইসলামী দাওয়া ইন্সটিটিউটের প্রধান হিসেবে কাজ করেন। এছাড়াও আরবি ও উর্দু ভাষায় গবেষণাধর্মী রচনাকর্মও অব্যাহত রাখেন। নদওয়াতুল উলামার ঐতিহ্যবাহী আরবি মাসিক পত্রিকা ‘আল বাসুল ইসলামি’- এর সহ-সম্পাদক হিসেবে অদ্যবধি দায়িত্বরত ছিলেন। মাসিক আরবি পত্রিকা ‘আর রায়িদ’-এর প্রধান সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করে আসছেন। এতোদিন তার একান্ত তত্ত্বাবধানে নিয়মিত প্রকাশিত হতো নদওয়ার একমাত্র ইংরেজি পত্রিকা ‘The Fragrance of East’।

তিনি ‘রাবেতুল আদব আল ইসলামি আল আলমি’ (আন্তর্জাতিক ইসলামি সাহিত্য সংস্থা)-এর সেক্রেটারি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। লখনউর ‘আল মুজাম্মাউল ইসলামী আল ইলমি’ (ইসলামি গবেষণা একাডেমি)-এর সেক্রেটারি জেনারেলও ছিলেন তিনি।