সিলেটশনিবার , ১৯ জানুয়ারি ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নগর মাদানিয়া বালিকা মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন

Ruhul Amin
জানুয়ারি ১৯, ২০১৯ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

 নিজস্ব প্রতিনিধি: মোহনগঞ্জ উপজেলার নগর মাদানিয়া বালিকা মাদরাসার উদ্যোগে ১১ জানুয়ারি ইসলাহি মাহফিল সম্পন্ন হয়েছে। সকাল দশঘটিকা হতে সন্ধ্যা পর্যন্ত মাহফিল চলে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খুল আল্লামা নুরুল ইসলাম খান, মাওলানা আবুল কাশেম, হাফেজ আবুল বাশার, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা জুনাইদ আহমদ প্রমুখ। মাদরাসার পরিচালক মাওলানা রুহুল আমীন নগরী, শিক্ষাসচিব মনজুরুল ইসলাম ও ক্বারী এখলাসুর রহমানের যেৌথপরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী প্রফেসর ড. আব্দুল মান্নান। অনুষ্ঠানের এক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য সেলাই প্রক্ষিণ কোর্সের উদ্বোধন করেন ড. আব্দুল মান্নান। তিনি ধর্মীয় শিক্ষার সাথে কারিগড়ী বিদ্যা প্রতি গুরুত্বারোপ করেন। শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খান বলেন, সমাজ থেকে অনাচার অবিচার দুর করতে হলে ছেলেদের পাশাপাশী মেয়েদের ও ধর্মীয় শিক্ষা দিতে হবে। তিনি বলেন, ইসলামী শিক্ষাই মানুষকে প্রকৃত মানবতা শিক্ষা দেয়। তাই সকলকে ইলমে দ্বীনের আলোকে শিক্ষা নিয়ে সমাজ গঠনে কাজ করতে হবে। পরে মাদরাসার পরিচালক রুহুল আমীন নগরীর পিতা তাবলীগ জামাতের বিশিষ্ট দাঈয়ী মরহুম আব্দুর রাজ্জাক আমির (র) সহ এলাকার সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।