সিলেটবুধবার , ১ মে ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জামিয়া ইসলামিয়া আরাবীয়া শামিমাবাদ সিলেট এখন থেকে দরসে নেজামীর সিলেবাসে চলবে

Ruhul Amin
মে ১, ২০১৯ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: জামিয়া ইসলামিয়া আরাবীয়া শামিমাবাদ সিলেট এখন থেকে দরসে নেজামীর সিলেবাসে চলবে। হিফজ,নূরানীসহ প্রথম শ্রেণি থেকে জালালাইন শরীফ পর্যন্ত বেফাকুল মাদারিসিল আরাবিয়া ও আযাদ দ্বীনী এদ্বারায়ে তালিম বাংলাদেশ এর পাঠ্যক্রম অনুযায়ী চলবে। আজ ১লা মে ২০১৯ সকালে সিলেট রিপোর্টকে এই তথ্য জানিয়েছেন জামিয়ার প্রতিষ্ঠাতা পিন্সিপাল হাফিজ মাওঃ সৈয়দ শামিম আহমদ।
তিনি বলেন,’মাদানী নেসাব’ এর ক্লাস এখন থেকে বন্ধ । জামিয়ার সুধী ও শিক্ষক মন্ডলির সাথে পরার্মশক্রমেই আমাদের এই সিদ্ধান্ত। এক প্রশ্নের জবাবে মাওলানা সৈয়দ শামিম আহমদ বলেন, দরসে নেজামী হলো আমাদের আকাবিরদের রেখে যাওয়া ঐতিহ্যবাহী ইলমী ধারা। ইলমে ওয়াহির ধারাবাহিকতা রক্ষায় আকাবির আছলাফের পন্থাকে অনুস্মরণ করেই আমরা এগিয়ে যেতে চাই। কুরআন-সুন্নাহর প্রকৃত ধারাকবাহক সৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের যে সিলসিলা রয়েছে আমরা তাকেই অনুস্মরণ করে এগিয়ে যেতে চাই। তিনি জামিয়ায় মেধাবী ছাত্রদের জন্য সবোর্চ্চ সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস দেন। আপাতত জালালাইন পর্যন্ত চলছে,পযার্য়ক্রমে জামিয়ায় দাওরায়ে হাদীস খোলা হবে-ইনশাআল্লাহ।https://www.facebook.com/ruhulamin.nagory/videos/pcb.2289732134633718/2289729627967302/?type=3&theater

 

https://www.facebook.com/ruhulamin.nagory/videos/pcb.2289732134633718/2289729581300640/?type=3&theater