সিলেটবুধবার , ২৯ মে ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

২৪ দিনে প্রবাসীরা ১৩৫ কোটি ডলার দেশে পাঠিয়েছেন

Ruhul Amin
মে ২৯, ২০১৯ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট:

প্রবাসীদের পাঠানো টাকায় ঘুরে বাংলাদেশের অর্থনীতির চাকা। দেশের দু:সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই প্রবাসীরা। সারাবছর প্রবাসীরা দেশে অর্থ পাঠালেও রমজান মাসে বেড়ে যায় এর পরিমাণ। এবারও ব্যতিক্রম হয়নি। চলতি মাসের ২৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ১৩৫ কোটি ডলার। ঈদের আগে এই রেমিটেন্সের পরিমাণ আরও বাড়বে বলে আশা করছেন দেশের অর্থনীতিবীদরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মে মাসের ২৪ দিনে (১ থেকে ২৪ মে পর্যন্ত) ১৩৫ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে প্রথম চার দিনে এসেছে ১১ কোটি ৬৮ লাখ ডলার।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, চলতি বছরে রেমিটেন্সের প্রবাহ এমনিতেই ভালো ছিল। রমজানে প্রতিবছরই রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পায়। দেশে থাকা আত্মীয়-স্বজনদের জন্য রমজান ও ঈদে প্রবাসীরা বেশি পরিমাণে টাকা পাঠিয়ে থাকেন। সে কারণে রেমিটেন্সের পরিমাণ বাড়ে। চলতি অর্থবছরে রেমিটেন্সের পরিমাণ ১৬ বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আশাপ্রকাশ করেন তিনি।