সিলেটবুধবার , ৩ জুলাই ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দাওরায়ে হাদীস পরীক্ষায়- ১ম স্থান হাটহাজারী মাদরাসা, ২য় সিলেটের আঙ্গুরা মুহাম্মদপুর

Ruhul Amin
জুলাই ৩, ২০১৯ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: কওমি মাদরাসা সমুহের সম্মিলিত বোর্ড আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিসের ৩য় কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ ৩ জুলাই বুধবার সকাল ১১টায় হাইআতুল উলয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইসমাঈল বোর্ডের কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর হাতে ফলাফলের কাগজ তুলে দেন।
গড় পাসের হার ৭৭.১৮। এ বছর দাওরায়ে হাদীসের পরীক্ষা সম্মিলিত ৬ বোর্ড থেকে অংশ নিয়েছিলেন ২০ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ১৪,৭৪৭; ছাত্রী ৬,০০২। পুরুষদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থানে রয়েছেন আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম এর আহমদ সালেম নকি ।
২ য় স্থান লাভ করেছেন হাসান আল মাহমুদ (নাহিয়ান) জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর,বিয়ানীবাজার, সিলেট।

এদিকে, নারী শিক্ষার্থীদের মধ্যে এবছর মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছেন জামেয়া ইব্রাহীমিয়া মহিলা মাদরাসা, ১০৬৬/৮৯৭ কাজলারপাড়, যাত্রাবাড়ী, ঢাকার শাকিলা আখতার।

এছাড়া মেধা তালিকা রয়েছেন, (ছাত্র)

১ ম (ক) ১৫১২৭ আহমদ সালেম নকি আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম ৯৩৯
২ য় (ক) ১০৯৩৩ হাসান আল মাহমুদ (নাহিয়ান) জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর, আঙ্গুরা মুহাম্মদপুর, বিয়ানী বাজার, সিলেট ৯৩০
২ য় (খ) ১৫১২৮ মাহমুদ সালমান জকি আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম ৯৩০
২ য় (গ) ১৫৭১৭ মু: আরফাত হোসাইন আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম ৯৩০
৩ য় (ক) ১৬৩৩ সৈয়দ আবু সায়ীদ জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ রোড, মোহাম্মদপুর, ঢাকা ৯২১
৪ র্থ (ক) ১১০০২ মো: ইয়াহইয়া জামেয়া কাসেমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (রাহ:), সিলেট ৯১৭
৫ ম (ক) মো: নুরুল আলম জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ, ১১-১২ হরিচরণ রায় রোড, ফরিদাবাদ, ঢাকা-১২০৪। ৯১৫
৫ ম (খ) ১৪৩৫ আব্দুল্লাহ সালেহ জামিয়া সাহবানিয়া দারুল উলূম কুলিয়াদি, দিঘলিয়ারটেক, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ৯১৫
৬ ষ্ঠ (ক) ৭৮৫৮ মো: আনাছ সরকার আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম, মাদানীনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ ৯১৪
৬ ষ্ঠ (খ) ১৫৮৯৩ মুহা: সোহাইব আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রা ম ৯১৪
৬ ষ্ঠ (গ) ১৫৯৫৬ মো: সোহেল কাদের আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রা ম ৯১৪
৭ ম (ক) ১৬৮৩৮ মো: ওসমান গনি মাদরাসা উমার বিন খত্তাব (রা:), মুহাম্মাদ নগর, জলমা, লবণচরা, খুলনা ৯১২
৭ ম (খ) ১৮১৩৬ মো: সৈয়দ মোল্লা, আল জামিয়াতুল আরাবিয়া শামসুল উলূম কারবালা মাদরাসা, নিশিন্দারা, টি.টি.সি., বগুড়া। ৯১২
৮ ম (ক) ১১০০৫ মো: সালেহ আহমদ জামেয়া কাসেমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (রাহ:), সিলেট ৯১১
৯ ম (ক)৩২৩২ মো: আল আমীন গাজী, মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ বসুন্ধরা ঢাকা, ব্লক ডি/বসুন্ধরা আবাসিক এলাকা, গুলশান-২, ভাটারা । ৯০৯
৯ ম (খ) ১১০০৪ শেখ মো: জিয়াউল হক জামেয়া কাসেমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (রাহ:), সিলেট ৯০৯
১০ ম (ক) মুহা: শাকির মাহমুদ আল জামিয়াতুল ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদরাসা), চকফরিদ,পুলিশ লাইন,বগুড়া ৯০৮

মেধা তালিকা (ছাত্রী)

১ ম (ক) ১৯৭৯৯ শাকিলা আখতার জামেয়া ইব্রাহীমিয়া মহিলা মাদরাসা, ১০৬৬/৮৯৭ কাজলারপাড়, যাত্রাবাড়ী, ঢাকা ৯০১
২ য় (ক) ১৬৫৪০ মোসা: মাফরুহা চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদ মহিলা শাখা, চরমোনাই, বরিশাল ৮৮৯
২ য় ১৯৭৮৫ (খ) আয়শা সিদ্দিকা হুমায়রা, ফাতেমাতুয্ যাহরা (রা:) রামপুরা মহিলা মাদরাসা, ৪৫৫/১ ডি.আই.টি. রোড, পশ্চিম রামপুরা, ঢাকা ৮৮৯
৩ য় (ক) ১৬৫৩৯ মোসা: রুকাইয়া চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদ মহিলা শাখা, চরমোনাই, বরিশাল ৮৮৪
৩ য় (খ) ২৫৩৮১ মাহা মোহাম্মদ আব্দুল্লাহ তাহফিজুল কোরআন ইসলামী আরবী বালিকা উচ্চ মাদ্রাসা, হালিশহর, চট্টগ্রাম ৮৮৪
৪ র্থ ১৮৯৭৬ (ক) ফাতেমা উম্মুল হাসান, উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদরাসা ৪১৭ নং কোকাকোলা ঢালীবাড়ি, ভাটারা, ঢাকা ৮৭৫
৪ র্থ (খ) ২০৪৪৩ উম্মুল খায়ের হাফসা মাহমুদিয়া মহিলা মাদরাসা, মাহমূদনগর, ডগাইর, ডেমরা, ঢাকা ৮৭৫
৫ ম ২৫৫৯৫ (ক) মুসাম্মৎ ছায়েমা, উম্মু হানী বালিকা মাদরাসা ও এতিমখানা, দক্ষিণ সাইরারডেইল, মাতারবাড়ী, মহেশখালী, কক্সবাজার ৮৭৩
৬ ষ্ঠ (ক) ২২১৫১ রাবিয়া মিফতাহুল জান্নাত (মহিলা মাদরাসা), ৫৩ গলগন্ডা, মোমেনশাহী ৮৭০
৭ ম (ক) ২৫৪৬৫ মারইয়াম সিদ্দিকা আল হুদা মহিলা মাদরাসা, মীরেরহাট, হাটহাজারী, চট্টগ্রাম ৮৬৭
৮ ম (ক) ১৬৫৪১ মোসা: ফাহমিদা চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদ মহিলা শাখা, চরমোনাই, বরিশাল ৮৫৪
৮ ম (খ) ২৩৪৬৫ তামান্না বেগম মাদরাসাতুল বানাত বালিকা মাদরাসা, বারুতখানা, সিলেট ৮৫৪
৯ ম ২০৪৯৫ (ক) মারিয়া মীম, জামিয়া ইব্রাহীমিয়া আমীনিয়া মহিলা মাদরাসা, আটিওয়াপদা কলোনী রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ ৮৫১
১০ ম (ক) ২৫০৬০ মোছা: তায়্যিবা ইসলাম জামিয়া দারুস সুন্নাহ মহিলা মাদরাসা, রাজঘর, ভাটপাড়া, ব্রাহ্মণবাড়িয়া ৮৪৯।