সিলেটশনিবার , ২০ জুলাই ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বড়লেখার সেই দুই যুবক ‘ছেলেধরা’ নয়, মাদকসেবী

Ruhul Amin
জুলাই ২০, ২০১৯ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বড় লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় গণপিটুনির শিকার দুই যুবক ছেলেধরা নয়। তারা মূলত মাদকসেবী বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাদের তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যেম কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হচ্ছেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মৃত আব্দুস ছত্তারের ছেলে মানিক মিয়া (২৫) এবং বিয়ানীবাজার উপজেলার মতছিন আলীর ছেলে শাহনূর মিয়া (২৫)।

পুলিশ সূত্রে জানিয়েছেন, শুক্রবার (১৯ জুলাই) রাত সাড়ে আটটায় মানিক ও শাহনুর দৌলতপুর বাজারে মদ খেতে আসে। এসময় তারা মদ খেয়ে মাতলামি করছিল। তাদের অসংলগ্ন কথাবার্তায় স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে স্থানীয়রা ছেলেধরা সন্দেহে তাদের আটক করে ব্যাপক মারধর করেন। পরে ইটাউরিবাজারে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ কার্যালয়ে তাদের আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১১টায় তাদের উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়।

এঘটনায় বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন বলেন, আটককৃতরা মূলত মাদকসেবী। ঘটনার সময় তারা দৌলতপুর বাজারে মাদক খেয়ে মাতলামী করছিল। এসময় স্থানীয় লোকজন তাদের ছেলেধরা সন্দেহে আটকে মারধর করেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, আটককৃত ওই দুই যুবক ছেলেধরা নয়। এরা মাদকসেবী। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ (শনিবার) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।