সিলেটমঙ্গলবার , ৬ আগস্ট ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মিরে স্বায়ত্তশাসন বাতিলে ইউরোপ জমিয়তের উদ্বেগ

Ruhul Amin
আগস্ট ৬, ২০১৯ ১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃ

কাশ্মীরের বর্তমান পরিস্থিতি এবং দেশটির জনসাধারণের জানমাল এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বৃটেন তথা ইউরোপের বৃহৎ উলামা মশায়েখ এবং মুসলমানদের প্রতিনিধিত্বকারী সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ ।

সোমবার ইউরোপ জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মুফতি মাওলানা আব্দুল হান্নান মহাসচিব মুফতি মাওলানা মওসুফ আহমদ,বার্মিংহাম জমিয়তের সভাপতি শায়খ মাওলানা এখলাসুর রহমান সেক্রেটারি ব্যারিস্টর হাফিজ মাওলানা হাবিবুল্লাহ, লুঠন জমিয়তের সভাপতি মুফতি মাওলানা জিল্লুল হক,ব্রাডফোড জমিয়তের সভাপতি মুফতি মাওলানা সাইফুল ইসলাম সেক্রেটারি মাওলানা এখলাসুর রহমান বালাগঞ্জী, লন্ডন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন, মিল্টন কিংস জমিয়তের সভাপতি শায়খ মাওলানা আব্দুল আজিজ সিদ্দিকী সেক্রেটারি হাজি নুরুল হক,
সান্ডওয়েল জমিয়তের সভাপতি হাফিজ আতাউর রহমান সেক্রেটারি আলহাজ্ব জামীল বদরুল, ওল্ডহাম জমিয়তের সভাপতি মুফতি জুনাইদ সেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান সহ অন্যান্ন নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন , ভারত কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে মুসলিম নেতাদের নজরবন্দীর করে রাখা ও দেশটিতে ফোন নেটওয়ার্ক বন্ধ করে দেয়া সত্যিই উদ্বেগের বিষয়।
কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল, রাজ্যের মর্যাদা প্রত্যাহার এবং কাশ্মির ভেঙে দুই টুকরো করার ঘোষণা দেওয়ার তিব্র নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন অনতিবিলম্বে মজলুম কাশ্মীরী জনগণের উপর থেকে সকল প্রকার জুলুম নির্যাতন বন্ধ করে কাশ্মীরকে একটি স্বাধীন রাস্ট প্রতিষ্ঠায় ওআইসি’ সহ সকল মানবতাবাধী সরকার সমূহকে এগিয়ে আসার আহবান জানান।

সেই সাথে বৃটেন তথা ইউরোপের সকল মসজিদে অসহায় মজলুম কাশ্মীরী মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করার জন্য আহবান জানান।