সিলেটমঙ্গলবার , ৬ আগস্ট ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মশা নিধনের স্প্রে করতে উৎকোচ দাবির অভিযোগ!

Ruhul Amin
আগস্ট ৬, ২০১৯ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট: ফগার মেশিন দিয়ে সিলেট নগরীতে বিনামূল্যে মশক নিধনের ওষুধ প্রয়োগ করছে সিটি কর্পোরেশন। তবে এ ওষুধ স্প্রে করতে গিয়ে কয়েকজন পরিচ্ছনতা কর্মীর বিরুদ্ধে উৎকোচ দাবির অভিযোগ করেছে নগরীর পূর্ব জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জামিল আহমদ লেচু মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত রোববার সিলেট সিটি কর্পোরেশনের কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী ফগার মেশিন নিয়ে মশা নিধনের স্প্রে করতে স্কুলে আসে এবং উৎকোচ দাবি করে। স্কুল কর্তৃপক্ষ উৎকোচ দিতে অপারগতা প্রকাশ করায় পরিচ্ছন্নতা কর্মীরা স্প্রে না করেই চলে যায়।’

এ ঘটনা স্কুল পরিচালনা কমিটির সকল সদস্য, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্টদের হতবাক করেছে। তারা এ ঘটনার নিন্দা জানান এবং ডেঙ্গুর প্রাদুর্ভাবসহ উদ্ভূত পরিস্থিতিতে পরিচ্ছন্নতা কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনে মেয়রের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী জানান, ‘নগরীর বিভিন্ন স্থানে বিনামূল্যে মশা নিধনের স্প্রে করা হচ্ছে। জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মশা নিধনের স্প্রে করতে গিয়ে উৎকোচ দাবির বিষয়ে বিষ্ময় প্রকাশ করেন এবং এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।’

সুত্র-
সিলেট ভিউ