সিলেটসোমবার , ২৬ আগস্ট ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভারত-মায়ানমার সীমান্তে ভূমিকম্প

Ruhul Amin
আগস্ট ২৬, ২০১৯ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বাঞ্চল। সোমবার সকালে কেঁপে ওঠে নাগাল্যান্ডের ভারত-মায়ানমার সীমান্ত এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.১।

জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সকাল ৮.১৯-এ কেঁপে ওঠে ভারত-মায়ানমার সীমান্ত এলাকা। কম্পনের উপকেন্দ্র ছিল মায়ানমারে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, ‘নাগাল্যান্ডের টিউয়েনসাঙের ১৩২ কিমি পূর্বে ৪.৭ তীব্রতার ভূমিকম্প হয়েছে।’ কম্পনে আতঙ্কের সৃষ্টি হয় মানুষের মধ্যে। তবে ভূমিকম্পে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, বিশ্বের ষষ্ঠ কম্পনপ্রবণ বেল্ট হিসেবে পরিচিত অসম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচলপ্রদেশ ও মণিপুর। ইতিহাসেও এর আগে বড় ভূমিকম্পের সাক্ষী থেকেছে উত্তর-পূর্ব। ১৮৯৭ সালে শিলং ভূমিকম্পনের তীব্রতা ছিল ৮.২। ১৯৫০ সালে অসমের বিরাট ভূমিকম্পে তীব্রতা হয়েছিল ৮.৭। ২০১১ সালে সিকিমে ভূমিকম্পেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।