সিলেটমঙ্গলবার , ২৭ আগস্ট ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ক্যানসারের পর এবার মাদক উপাদান; জনসনকে ৫৭ কোটি ২০ লাখ ডলার জরিমানা

Ruhul Amin
আগস্ট ২৭, ২০১৯ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
আমেরিকার ওকলাহোমার একটি আদালত ওষুধ ও প্রসাধন সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনকে (জেঅ্যান্ডজে) ৫৭ কোটি ২০ লাখ ডলার জরিমানা করেছেন।

গতকাল সোমবার ক্লিভল্যান্ড কাউন্টি, ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক থাড বাল্কম্যান এক রায়ে এ আদেশ দেন।

কোম্পানিটির বিরুদ্ধে মাদকাসক্তিজনিত সংকটে রসদ জোগানের অভিযোগে এ জরিমানা করা হয়েছে।

তবে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে জনসন অ্যান্ড জনসন কর্তৃপক্ষ।

এদিকে ওহিও, ওয়েস্ট ভার্জিনিয়ায় একই মামলা দায়ের করা হয়েছে জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ ওপিওয়েড তৈরিকারক ও বিতরণকারীদের বিরুদ্ধে দায়ের করা হাজারখানেক মামলার মধ্যে জেঅ্যান্ডজের বিরুদ্ধে মামলাটিই প্রথম আদালতে উঠল।

উচ্চমাত্রার আসক্তিসম্পন্ন ব্যথানাশক ওষুধের ব্যবস্থাপত্র দেয়ার জন্য কূটকৌশলে প্রচারণা চালিয়ে ‘জনসাধারণের জন্য ক্ষতিকর পরিস্থিতি’ সৃষ্টিতে জেঅ্যান্ডজে মদদ দিয়েছে।

আইনজীবীরা বিষয়টি প্রমাণ করতে পেরেছেন বলে জানান বিচারক থাড বাল্কম্যান। তিনি বলেন, জেঅ্যান্ডজের এই পদক্ষেপগুলো ওকলাহোমার হাজার হাজার মানুষের স্বাস্থ্যকে ঝুঁকির মুখের ফেলে দিয়েছে, যা সুরক্ষা নীতির সঙ্গে আপস।

ওপিওয়েড বলতে সাধারণত এমন কোনো রাসায়নিক বস্তুকে বোঝায়, যা শরীরে মরফিনের মতো প্রতিক্রিয়া তৈরি করে।

বিচারক জানান, জেঅ্যান্ডজেকে জরিমানা করা টাকা ওপিওয়েড আসক্তদের চিকিৎসা ও নিরাময়ের জন্য ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৯৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত মাত্রাতিরিক্ত ওপিওয়েড সেবনের কারণে প্রায় চার লাখ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেঅ্যান্ডজের দায় রয়েছে ৭০ হাজার মৃত্যুতে।

আইনজীবীদের দাবি, ২০০০ সাল থেকে ওকলাহোমায় মাত্রাতিরিক্ত ওপিওয়েড সেবনের কারণে অন্তত ছয় হাজার ব্যক্তির মৃত্যু হয়েছে।

জেঅ্যান্ডজে দাবি করে কোম্পানিটি মাত্র ১ শতাংশ ওপিওয়েড বিক্রি করে থাকে। সরকারি কৌঁসুলিরা বলেন, তারা বাকি ওষুধ বিক্রি করে থার্ড পার্টির কাছে।

প্রসঙ্গত, এর আগেও জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে পণ্যে ক্ষতিকর পদার্থ ব্যবহারের অভিযোগ ওঠে। তাদের বেবি পাউডার ব্যবহারের কারণে ক্যানসার আক্রান্ত হয়ে মারা যাওয়া এক নারীর পরিবারকে ৭০ লাখ ২০ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ দেয় মিজৌরির একটি আদালত।