সিলেটমঙ্গলবার , ২৭ আগস্ট ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীরকে সমর্থন করায় এরদোগানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে পাকিস্তান

Ruhul Amin
আগস্ট ২৭, ২০১৯ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
ভারত সরকার কর্তৃক জম্মু-কাশ্মীরের স্বায়ত্ত্বশাসন বাতিল করে রাজ্যটিকে ভারতের সঙ্গে একীভূত করায় কাশ্মীরের নিরস্ত্র মুসলমানদের পক্ষে সমর্থন জানিয়েছেন তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান। যার ফলে পাকিস্তান এরদোগানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। খবর আনাদোলু এজেন্সি।

সোমবার (২৬ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি মেভলুট কাভুসোগলুর সাথে কথোপকথনের সময় পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দখলকৃত কাশ্মীরের নিরস্ত্র মুসলমানদের পক্ষে আওয়াজ তোলার জন্য তুরস্কের রাষ্ট্রপতি রেসেপ তাইয়েপ এরদোগানকে ধন্যবাদ জানাই।

এসময় কুরেশি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার পরিকল্পনায় তুরস্কের উদ্যোগের প্রশংসা করেন।

ইতিপূর্বেও তুরস্ক ও পাকিস্তান সর্বদা বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে একে অপরের অবস্থানকে সমর্থন করে আসছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদির সরকার জম্মু-কাশ্মীরের স্বায়ত্ত্বশাসন বাতিল করে রাজ্যটিকে ভারতের সঙ্গে একীভূত করেছে। এরপর থেকে কাশ্মীরের স্বাধীনতাকামী জনগণ বিক্ষোভে মাঠে নেমে আসে। আর কাশ্মীরের জনগণের উপর দমননীতি চালাতে থাকে হিন্দুত্ববাদী মোদি সরকার।