সিলেটসোমবার , ২৫ নভেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হিন্দু শিক্ষককে সুপার করে মাদরাসা শিক্ষাকে অবমাননা করা হয়েছে : জাতীয় তাফসীর পরিষদ

Ruhul Amin
নভেম্বর ২৫, ২০১৯ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম উত্তম কুমারকে মাদরাসার সুপার করে ইসলামী শিক্ষা বিনাশের ষড়যন্ত্রে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার পাটকিয়া বাড়ি দাখিল মাদরাসা সুপারের দায়িত্বভার উত্তম কুমার গোস্বামীকে দিয়ে মাদরাসা শিক্ষাকে কলঙ্কিত করা হয়েছে। যে হিন্দু শিক্ষককে সুপার করা হয়েছে সে একজন হিন্দু সংগঠনের কট্টরপন্থি একজন নেতা। মাদরাসার সুপার অবসরে যাওয়ায় নতুন সুপার নিয়োগের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত সুপার হিসেবে ম্যানেজিং কমিটি উত্তম কুমার গোস্বামীকে মাদরাসার সুপারের দায়িত্ব দিয়ে মাদরাসা শিক্ষাকে চরম অবমাননা করেছে।

আজ এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাদরাসার শিক্ষার স্বকীয়তা ও বৈশিষ্ট্য ধ্বংসে মন্ত্রণালয়ের একটি চক্র নানাভাবে ষড়যন্ত্র করছে। এ বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উচ্চপদেও অন্য ধর্মের লোকজন নিযুক্ত আছেন। অথচ বিশেষায়িত এসব প্রতিষ্ঠানে সবসময় ইসলামী ব্যক্তিত্ব বা আলেম-ওলামা নিয়োগ পাওয়ার কথা। উত্তম কুমার এক মহুর্তও সুপারের দায়িত্বে থাকতে পারবে না। মাদরাসা শিক্ষা নিয়ে চক্রান্ত বরদাশত করা হবে না।