সিলেট ১৭ই জানুয়ারি, ২০২১ ইং | ৩রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, মে ২২, ২০২০
সিলেটরিপোর্টঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নাদেলের ঘনিষ্টজন মুক্তাদির আহমদ মুক্তা।
মুক্তা জানান, বুধবার নাদেলের রক্তের নমুনা সংগ্রহ করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। বৃহস্পতিবার ওই কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে।
মুক্তা বলেন, খানিকটা জ্বর অনুভব করায় বুধবার নিজেই করোনা পরীক্ষার উদ্যোগ নেন নাদেল।
এ ব্যাপারে শফিউল আলম নাদেল বলেন, বৃহস্পতিবার রাতে করোনা শনাক্ত হওয়ার তথ্য জানার পর থেকেই আমি বাসায় আইসোলেশনে আছি।
এখন সুস্থ আছেন জানিয়ে সকলের দোয়া চেয়েছেন নাদেল।
এদিকে নাদেলের সুস্থতাকামনাকরে সকলের কাছে দোয়া চেয়েছেন তারই কলেজ বন্ধু সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূরপাশাচৌধূ।
প্রসঙ্গত, আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিলে শফিউল আলম নাদেল সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। তিনি দলটির ময়মনসিংহ বিভাগের দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালকের দায়িত্ব পালন করছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com