সিলেটবৃহস্পতিবার , ৪ জুন ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিভাগের তিন জেলায় বজ্রপাতে ৩ জন নিহত

Ruhul Amin
জুন ৪, ২০২০ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃ
সিলেট বিভাগের তিন জেলায় বজ্রপাতে স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে ও সকালে পৃথক স্থানে এ বজ্রপাতের ঘটনা ঘটে। আমাদের জেলা প্রতিনিধিরা এ তথ্য জানান।

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বজ্রপাত লিলু মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের সমর আলীর ছেলে।
বৃহস্পতিবার (৪ জুন) ভোরের দিকে লিলু মিয়াসহ আরও দুজন কিশোর কুশিয়ারা নদীতে মাছ ধরতে গেলে তখন বজ্রপাত হলে লিলু মিয়া ঘটনাস্থলেই মারা যায়।

তৎক্ষনাৎ তার সাথে থাকা দুই কিশোর লিলু মিয়ার পরিবারের লোকজনকে খবর দিলে পরিবারের লোকজন এসে লিলু মিয়াকে উদ্ধার করেন। আজমিরীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে তকবির মিয়া (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার চরনারচর ইউনিয়নের ললুয়ারচর গ্রামের আব্দুল খালেকের ছেলে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে মিলনগঞ্জ বাজার সংলগ্ন হাওরে তকবির মিয়া মাছ ধরতে গেলে বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চরনারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে পুকুর পাড় থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। বৃষ্টি চলাকালীন সময়ে সকাল ৯টায় উপজেলার উজিরপুর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী আমিন মিয়া বেপারীর ছেলে আইডিয়াল কেজি স্কুলের ৭ম শ্রেণির ছাত্র জুবায়ের বেপারী (১২) ঘরের বাইরে পুকুর পাড় থেকে গরু আনতে বের হয়। এ সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। বজ্রের আঘাতে জুবায়ের আহত হলে তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বজ্রপাতে এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, আমরা নিহত স্কুলছাত্রের তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে নিহত স্কুলছাত্রের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে।